হোম > বিশ্ব > ভারত

৯০০ কারিগর ১০ লাখ ঘণ্টা খেটে বানালেন ভারতীয় সংসদের কার্পেট

ভারতে সদ্য উদ্বোধন করা নতুন সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভা কক্ষের মেঝেতে যে কার্পেট বিছানো হয়েছে, সেটি উত্তর প্রদেশের প্রায় ৯০০ কারিগর ১০ লাখ ঘণ্টা কাজ করে তৈরি করেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনটি উদ্বোধন করেছেন। সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভা কক্ষের মেঝেতে বিছানো দৃষ্টিনন্দন কার্পেটটিতে জাতীয় পাখি ময়ূর ও জাতীয় ফুল পদ্মের মোটিফ ব্যবহার করা হয়েছে। 

কার্পেটটি তৈরি করেছে ভারতের শত বছরের পুরোনো প্রতিষ্ঠান ওবিটি কার্পেটস। প্রতিষ্ঠানটি বলেছে, তারা লোকসভা ও রাজ্যসভা কক্ষের জন্য ১৫০টি কার্পেট তৈরি করেছে। পরে সেগুলো জোড়া দেওয়া হয়েছে। কার্পেটটি ৩৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিছানো সম্ভব। 

ওবিটি কার্পেটসের চেয়ারম্যান রুদ্র চ্যাটার্জি বলেন, ‘আমাদের কারিগরেরা সংসদ ভবনের প্রতিটি হলের জন্য ১৭ হাজার ৫০০ বর্গফুট কার্পেট তৈরি করেছেন। এটি ডিজাইন করা খুবই দুঃসাধ্য ছিল। কারণ আলাদা আলাদা টুকরো করে কার্পেট তৈরি করে শেষে জোড়া দিতে হয়েছে। উচ্চ সৃজনশীলতা ও দক্ষতা ছাড়া এ কাজ করা কারও পক্ষে সম্ভব নয়। 

কারুকার্যের জটিলতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘কার্পেটটির প্রতি বর্গ ইঞ্চিতে ১২০টি গিঁট দেওয়া হয়েছে। পুরো কার্পেটে এ রকম গিঁট রয়েছে ৬০ কোটি।’ উত্তর প্রদেশের ভাদোহি ও মির্জাপুর জেলার তাঁতিরা ১০ লাখ ঘণ্টা শ্রম দিয়ে কার্পেটটি তৈরি করেছেন বলেও জানান তিনি। 

রুদ্র চ্যাটার্জি আরও বলেন, ‘২০২০ সালে করোনা মহামারি শুরুর মাঝামাঝি সময়ে আমরা এই কার্পেট তৈরির প্রকল্পটি হাতে নিয়েছিলাম। বুনন প্রক্রিয়া শুরু করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। আর এটি শেষ হয়েছে ২০২২ সালের মে মাসে।’

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক