হোম > বিশ্ব > ভারত

ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহের জীবনাবসান

ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ মারা গেছেন। আগামী ২৩ মে তিনি ১০০ বছরে পা রাখতেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইয়ার জানিয়েছে, আজ শনিবার ভোরে অস্ট্রিয়ার ভিয়েনা উডসের বাসভবনে জীবনাবসান হয়েছে এই ইতিহাসবিদের।

রণজিৎ গুহ উত্তর-ঔপনিবেশিক এবং সাব-অল্টার্ন ইতিহাসের পথিকৃৎ গবেষক হিসেবে সমাদৃত ছিলেন। তাঁর শিক্ষার্থী ছিলেন দীপেশ চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, গায়ত্রী স্পিভাক চক্রবর্তীর মতো বিখ্যাত পণ্ডিতেরা।

ঔপনিবেশিক ভারতে কৃষক বিদ্রোহের প্রাথমিক দিক নিয়ে করা তাঁর গবেষণাকর্মটি সবচেয়ে আলোচিত বলে বিবেচনা করেন গবেষকেরা। তিনি ইতিহাস লেখার ধরন ও পদ্ধতি পরিবর্তন করেছিলেন।

রণজিৎ গুহের জন্ম বাংলাদেশের ঝালকাঠির সিদ্ধকাটি গ্রামে ১৯২৩ সালের ২৩ মে। দেশভাগের সময় তাঁরা সপরিবারে কলকাতায় চলে যান। এরপর ১৯৫৯ সালে তিনি কলকাতা ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে ইউনিভার্সিটি অব সাসেক্সে অধ্যাপনা শুরু করেন। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতেও অধ্যাপনা করেছেন।

রণজিৎ গুহ অস্ট্রিয়ার ভিয়েনা উডসে তাঁর স্ত্রী মেকঠিল্ড গুহর সঙ্গে বাস করতেন।

প্রবীণ এই ইতিহাসবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক শোকবার্তায় লিখেছেন, ‘প্রবাদপ্রতিম ঐতিহাসিক রণজিৎ গুহর মৃত্যুতে আমি আমার গভীরতম শোক প্রকাশ করছি। অস্ট্রিয়ায় তাঁর বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। রণজিৎ গুহ ভারতের কৃষক আন্দোলন নিয়ে সুদূরপ্রসারী কাজ করেছেন। তিনি নিম্নবর্গীয় ইতিহাসচর্চার ধারা গড়ে তোলেন এবং বেশ কিছু সমমনোভাবাপন্ন তরুণ ঐতিহাসিককে নিয়ে একটি শক্তিশালী ঐতিহাসিক গোষ্ঠী গড়ে তোলেন। এই নিম্নবর্গীয় ইতিহাসচর্চার প্রভাব পড়ে সারা পৃথিবীতে। ঐতিহাসিক গুহ পৃথিবীর নানা জায়গায় পড়িয়েছেন, নানা জায়গায় তাঁর ছাত্র ও অনুরাগীরা আছে। ঐতিহাসিক গুহর প্রয়াণে জ্ঞানচর্চার পৃথিবীতে অপূরণীয় ক্ষতি হলো। আমি রণজিৎ গুহর স্ত্রী মেকঠিল্ড গুহসহ তাঁর সব আত্মীয়-পরিজন, ছাত্রছাত্রী ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা