হোম > বিশ্ব > ভারত

ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহের জীবনাবসান

ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ মারা গেছেন। আগামী ২৩ মে তিনি ১০০ বছরে পা রাখতেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইয়ার জানিয়েছে, আজ শনিবার ভোরে অস্ট্রিয়ার ভিয়েনা উডসের বাসভবনে জীবনাবসান হয়েছে এই ইতিহাসবিদের।

রণজিৎ গুহ উত্তর-ঔপনিবেশিক এবং সাব-অল্টার্ন ইতিহাসের পথিকৃৎ গবেষক হিসেবে সমাদৃত ছিলেন। তাঁর শিক্ষার্থী ছিলেন দীপেশ চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, গায়ত্রী স্পিভাক চক্রবর্তীর মতো বিখ্যাত পণ্ডিতেরা।

ঔপনিবেশিক ভারতে কৃষক বিদ্রোহের প্রাথমিক দিক নিয়ে করা তাঁর গবেষণাকর্মটি সবচেয়ে আলোচিত বলে বিবেচনা করেন গবেষকেরা। তিনি ইতিহাস লেখার ধরন ও পদ্ধতি পরিবর্তন করেছিলেন।

রণজিৎ গুহের জন্ম বাংলাদেশের ঝালকাঠির সিদ্ধকাটি গ্রামে ১৯২৩ সালের ২৩ মে। দেশভাগের সময় তাঁরা সপরিবারে কলকাতায় চলে যান। এরপর ১৯৫৯ সালে তিনি কলকাতা ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে ইউনিভার্সিটি অব সাসেক্সে অধ্যাপনা শুরু করেন। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতেও অধ্যাপনা করেছেন।

রণজিৎ গুহ অস্ট্রিয়ার ভিয়েনা উডসে তাঁর স্ত্রী মেকঠিল্ড গুহর সঙ্গে বাস করতেন।

প্রবীণ এই ইতিহাসবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক শোকবার্তায় লিখেছেন, ‘প্রবাদপ্রতিম ঐতিহাসিক রণজিৎ গুহর মৃত্যুতে আমি আমার গভীরতম শোক প্রকাশ করছি। অস্ট্রিয়ায় তাঁর বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। রণজিৎ গুহ ভারতের কৃষক আন্দোলন নিয়ে সুদূরপ্রসারী কাজ করেছেন। তিনি নিম্নবর্গীয় ইতিহাসচর্চার ধারা গড়ে তোলেন এবং বেশ কিছু সমমনোভাবাপন্ন তরুণ ঐতিহাসিককে নিয়ে একটি শক্তিশালী ঐতিহাসিক গোষ্ঠী গড়ে তোলেন। এই নিম্নবর্গীয় ইতিহাসচর্চার প্রভাব পড়ে সারা পৃথিবীতে। ঐতিহাসিক গুহ পৃথিবীর নানা জায়গায় পড়িয়েছেন, নানা জায়গায় তাঁর ছাত্র ও অনুরাগীরা আছে। ঐতিহাসিক গুহর প্রয়াণে জ্ঞানচর্চার পৃথিবীতে অপূরণীয় ক্ষতি হলো। আমি রণজিৎ গুহর স্ত্রী মেকঠিল্ড গুহসহ তাঁর সব আত্মীয়-পরিজন, ছাত্রছাত্রী ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির