হোম > বিশ্ব > ভারত

ভারতে দু'দিনে আটক বিশ বাংলাদেশি

প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার থেকে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ২০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এদের মধ্যে ছয় শিশু ও আট নারী রয়েছেন। বিএসএফ সূত্রে এ খবর জানা যায়।

বিএসএফের গৌহাটি ফ্রন্টিয়ার সূত্রে জানা যায় রোববার তাদের ১৯২ নম্বর ব্যাটালিয়ন কোচবিহাররে দুর্গানগর থেকে ১৫ জনকে আটক করে। এদের মধ্যে পাঁচ শিশু ও পাঁচ নারী রয়েছে।

বিএসএফের দাবি, এরা সকলেই আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করছিল। কর্তব্যরত সীমান্তরক্ষীরা তাদের আটক করে। আটকৃতরা অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।

একই রকম ভাবে গৌহাটি ফ্রন্টিয়ারেরই ১২৯ নম্বর ব্যাটালিয়ন শনিবার পাঁচ বাংলাদেশিকে কোচবিহার থেকেই সীমান্ত অতিক্রমের সময় আটক করে। তাদের মধ্যে রয়েছে এক শিশু ও তিন নারী।

এছাড়াও বিএসএফ সূত্রের খবর, বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গত এক সপ্তাহে প্রচুর গাঁজা ও নেশার ট্যাবলেট তাঁরা উদ্ধার করেছেন। সীমান্তে মাদক চোরাকারবার রোধে চলছে কড়া নজরদারি।

সম্প্রতি এক অনুষ্ঠানে বিএসএফের সাবেক প্রধান রাকেশ আস্তানা মন্তব্য করেছিলেন, গত এক বছরে প্রায় ৪ হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হয়।

রাকেশ আস্তানা আরও জানিয়েছিলেন, এই এক বছরে ১২ জন চোরাকারবারি সীমান্তরক্ষীদের সঙ্গে গুলি বিনিময়ে মারা যায়। ২৭ কোটি ৫০ লাখ রুপি মূল্যের মাদক এবং ২৪ লাখ ৫১ হাজার রুপির জালনোটও উদ্ধার হয়।  

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি