ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার থেকে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ২০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এদের মধ্যে ছয় শিশু ও আট নারী রয়েছেন। বিএসএফ সূত্রে এ খবর জানা যায়।
বিএসএফের গৌহাটি ফ্রন্টিয়ার সূত্রে জানা যায় রোববার তাদের ১৯২ নম্বর ব্যাটালিয়ন কোচবিহাররে দুর্গানগর থেকে ১৫ জনকে আটক করে। এদের মধ্যে পাঁচ শিশু ও পাঁচ নারী রয়েছে।
বিএসএফের দাবি, এরা সকলেই আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করছিল। কর্তব্যরত সীমান্তরক্ষীরা তাদের আটক করে। আটকৃতরা অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
একই রকম ভাবে গৌহাটি ফ্রন্টিয়ারেরই ১২৯ নম্বর ব্যাটালিয়ন শনিবার পাঁচ বাংলাদেশিকে কোচবিহার থেকেই সীমান্ত অতিক্রমের সময় আটক করে। তাদের মধ্যে রয়েছে এক শিশু ও তিন নারী।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিএসএফের সাবেক প্রধান রাকেশ আস্তানা মন্তব্য করেছিলেন, গত এক বছরে প্রায় ৪ হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হয়।
রাকেশ আস্তানা আরও জানিয়েছিলেন, এই এক বছরে ১২ জন চোরাকারবারি সীমান্তরক্ষীদের সঙ্গে গুলি বিনিময়ে মারা যায়। ২৭ কোটি ৫০ লাখ রুপি মূল্যের মাদক এবং ২৪ লাখ ৫১ হাজার রুপির জালনোটও উদ্ধার হয়।