হোম > বিশ্ব > ভারত

ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে ২৮ বাংলাদেশির কারাদণ্ড

কলকাতা প্রতিনিধি  

প্রতীকী ছবি

অনুপ্রবেশ ও অবৈধ বসবাসের অভিযোগে ২৮ জন বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা দায়রা আদালত-২। আদালতের রায় অনুযায়ী, অভিযুক্তরা বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন এবং দীর্ঘদিন তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা বিভিন্ন পোশাক কারখানা ও নির্মাণস্থলে কাজ করছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পার হয়ে ভারতে ঢুকেছেন। এরপর তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়।

আদালতের রায়ে জানানো হয়েছে, এই ধরনের অনুপ্রবেশ দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং তা বরদাশত করা যাবে না। সাজা শেষ হওয়ার পর সংশ্লিষ্টদের বাংলাদেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা এবং শ্রমিক অভিবাসন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির