হোম > বিশ্ব > ভারত

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

রাজস্থানের চুরুতে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর এক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জাগুয়ার নামক যুদ্ধবিমানটির পাইলট ছিলেন। ভারতের রাজস্থান রাজ্যের চুরুতে স্থানীয় সময় আজ বুধবার দুপুর ১টা ২৫ মিনিটে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের চুরু জেলায় ভানোদা গ্রামের কাছে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। খবর পাওয়া গেছে, এতে আহত হয়েছেন সাধারণ দুই নাগরিক।

প্রতিরক্ষা সূত্রগুলো ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, এই যুদ্ধবিমানটি ছিল টুইন-সিটার বা দুজন পাইলট বসার জায়গা আছে এই বিমানটিতে। তবে দ্বিতীয় পাইলটের অবস্থা এখনো নিশ্চিত করা যায়নি। ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে হেলিকপ্টার পাঠিয়েছে।

আজ দুর্ঘটনার শিকার এই যুদ্ধবিমানটি রাজস্থানের সুরাতগড় বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এ নিয়ে চলতি বছর এটি তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ল। প্রথমটি হয়েছিল হরিয়ানার পঞ্চকুলায়, গত ৭ মার্চ এবং দ্বিতীয়টি গুজরাটের জামনগরের কাছে, গত ২ এপ্রিল।

জাগুয়ার মূলত দুই ইঞ্জিন বিশিষ্ট ফাইটার-বোম্বার। এটি সিঙ্গেল এবং টুইন-সিট দুই ধরনের ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। যদিও এগুলো অনেক পুরোনো মডেলের, তবে ভারতীয় বিমানবাহিনী এই যুদ্ধবিমানগুলোকে বহুবার আধুনিকায়ন করেছে এবং এখনো ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। ভারতে প্রায় ১২০টি জাগুয়ার জেট আছে, যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত।

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি