হোম > বিশ্ব > ভারত

উত্তর প্রদেশের নির্বাচনে ‘খেলা হবে’-র প্যারোডি

ভারতের পশ্চিম বঙ্গের নির্বাচনে তৃণমূলের প্রচার সংগীত খেলা হবে গানের প্যারোডি এবার উত্তর প্রদেশের নির্বাচনে। রাজ্যটির সমাজবাদী পার্টি প্রচার সংগীত তৈরি করেছে খেলা হবের আদলে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরে আসতে ও বিজেপির নিরবচ্ছিন্ন শক্তিকে পরাজিত করতে সহায়তা করতে ভূমিকা রেখেছিল খেলা হবে। আর উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির প্রচার সংগীত করা হয়েছে খাদেড়া হোইবে। অর্থাৎ তাড়াতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য আশুতোষ সিনহা বলেন, উত্তর প্রদেশের মানুষেরাই বলছে, বিজেপিকে খাদেড়া হোইবে মানে তাড়ানো হবে। কিছু জায়গায় সত্যিই বিজেপির সমর্থকদের তাড়া করাও হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই স্লোগান একত্রিত করছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বছর রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করেছিলেন। উত্তর প্রদেশের লড়াইয়ে সমাজবাদী পার্টিকে সমর্থন করেছেন মমতা। 

 ‘খেলা হবে’ গানের গীতিকার ও গায়ক দেবাংশু ভট্টাচার্য জানান, দুই জায়গার রাজনৈতিক অবস্থা ও লড়াই ভিন্ন ধরনের। দেবাংশু বলেন, পশ্চিমবঙ্গে শাসক দলকে ফিরিয়ে আনার জন্যই গানটা ছিল, অন্য জায়গায় (উত্তর প্রদেশ) এটি শাসক দলকে সরিয়ে দেওয়ার জন্য হচ্ছে। 

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে বিজেপির বিরোধীদের ‘জয় শ্রী রাম’ স্লোগানের কোনো পাল্টা স্লোগান ছিল না। তাদের থামানো চেষ্টা করা হলে বিজেপি সামনে আনত যে ঈশ্বরের নাম নিয়ে অন্যদের সমস্যা আছে। এসব করে ভোটের মেরুকরণে বিজেপির লাভ হতো। 

 দেবাংশু বলেন, ‘খেলা হবে’ গানটা তৈরি করার পরে, বিজেপি কর্মীরা যদি ‘জয় শ্রী রাম’ উচ্চারণ করত, তৃণমূল কর্মীরা বলত ‘খেলা হবে’। জনসাধারণ খেলা হবেতেই বেশি ভরসা রেখেছে। ‘খাদেড়া হোইবে’ জিঙ্গেলটি বিজেপির ধর্মীয় মেরুকরণ কৌশলকে ঠেকাতে শক্তিশালী অস্ত্র হবে বলেই মনে করছেন তৃণমূল যুব ইউনিটের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য।

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র