হোম > বিশ্ব > ভারত

গুজরাটে সাবেক মন্ত্রী রমন ভোরার বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ, বিজেপির অন্দরে তোলপাড়

কলকাতা প্রতিনিধি  

গুজরাট রাজ্যের প্রভাবশালী নেতা ও প্রাক্তন মন্ত্রী রমন ভোরা। ছবি: সংগৃহীত

গুজরাটে জমি দুর্নীতি নিয়ে বিজেপির অন্দরমহলে চলছে তোলপাড়। রাজ্যের প্রভাবশালী নেতা ও সাবক মন্ত্রী রমন ভোরার বিরুদ্ধে জমির কাগজ জালিয়াতির অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, কৃষক পরিচয় দিয়ে ভুয়া নথিপত্রের মাধ্যমে বেআইনিভাবে কৃষিজমি কিনেছেন রমন ভোরা। পরে নথি জাল করে স্ত্রী ও দুই ছেলের নামে লিখিয়ে নিয়েছেন। আবার সেই জমি নিজের ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। কোটি টাকার এই লেনদেনের নথিতে ধরা পড়েছে নানা অসঙ্গতি।

অভিযোগ অনুযায়ী, ২০০৪ সালে রমন ভোরা কৃষক পরিচয়ে ভুয়া সনদ বানিয়ে গান্ধীনগরের পালাজ ও ইদার এলাকার জমি কেনেন, তারপর সেই জমি স্ত্রী, দুই ছেলে ভূষণ ও সোহাগের নামে হস্তান্তর করা হয়। কিছুদিন পর জমিটি দীনেশ প্যাটেল নামে এক ঘনিষ্ঠ সহযোগীর কাছে ৩.৭ কোটি টাকায় বিক্রি দেখানো হয়। বিক্রয়ের চুক্তিপত্রে যে চেক নম্বর লেখা ছিল, তাঁর কোনো আর্থিক লেনদেনই ঘটেনি।

পরে দেখা যায়, জমির প্রকৃত চরিত্র বদল করে সেটি অ-কৃষি জমি হিসেবে নথিভুক্ত করা হয় এবং আবার ভোরা পরিবারের ছেলেদের কাছে ফিরিয়ে আনা হয়।

রমন ভোরার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আরেক বিজেপি নেতা পুনম মাকওয়ানা।

প্রাক্তন বিজেপি বিধায়ক পুনম মাকওয়ানা জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানান। তিনি দাবি করেন, ভোরা ভুয়া কৃষক পরিচয়ে জমি কেনার পাশাপাশি আয়কর আইন ভঙ্গ করেছেন এবং সরকারি নথি জালিয়াতি করেছেন। মাকওয়ানা ভোরার পরিবারের সব জমির হস্তান্তর বাতিল করারও দাবি তোলেন।

পুনমের পাশাপাশি আরেক বিজেপি নেতা প্রকাশ পারমারও দাবি করেন, তাঁর কাছে ভোরার বিরুদ্ধে জমির রেকর্ড বদলানো ও বেআইনি লেনদেনের প্রমাণ আছে।

জেলা প্রশাসন বিষয়টি তদন্তে নেমেছে। ইদারের সহকারী কালেক্টর ভোরাকে নোটিশ দিয়েছেন এবং নির্দিষ্ট তারিখে হাজির হয়ে নথি উপস্থাপন করতে বলা হয়েছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে