হোম > বিশ্ব > ভারত

এবার ভারতে প্রতিমন্ত্রীকে বহিষ্কারের দাবি 

কলকাতা প্রতিনিধি

ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পুত্রের চার কৃষককে পূর্বপরিকল্পনা অনুযায়ী গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল দেশটির জাতীয় সংসদ উত্তাল। আজ বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হতেই বিরোধীরা অজয় মিশ্রকে বহিষ্কার করার দাবি তোলেন। 

ভারতের জাতীয় সংসদে এই নিয়ে আলোচনার দাবি জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আলোচনার দাবি মানতে রাজি হননি। বিজেপি সাংসদদের বক্তব্য, ছেলের বিরুদ্ধে অভিযোগ থাকলে বাবাকে সাজা দেওয়া যায় না। কিন্তু কংগ্রেসের অভিযোগ, ছেলে আশিস মিশ্রকে আড়াল করার চেষ্টা করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তাই ‘ক্রিমিনাল’ মন্ত্রীকে বহিষ্কারের দাবি তোলেন রাহুল।

এরই মধ্যে ভারতের সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দল জানিয়েছে, পরিকল্পিতভাবে কৃষকদের গাড়ি চাপা দেওয়া হয়েছিল।   

বিরোধীয় দলগুলোর অভিযোগ, প্রতিমন্ত্রী নিজেও ছিলেন সেই গাড়িতে। তা ছাড়া ছেলে গাড়ির চালকের আসনে ছিল না বলে মামলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি। তাই প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও আইনি কারবারির দাবি উঠেছে। কিন্তু সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী বিরোধীদের দাবি অযৌক্তিক বলে উড়িয়ে দেন। অধ্যক্ষ ওম বিড়লাও আলোচনার অনুমতি দেননি। ফলে হই-হট্টগোলে বারবার মুলতবি হয় অধিবেশন।

 উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস জেল হেফাজতে বন্দী রয়েছে।

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক