হোম > বিশ্ব > ভারত

ভারতে বাড়ছে ওমিক্রন, লকডাউনের আশঙ্কা

কলকাতা প্রতিনিধি

ভারতে চরম উদ্বেগের মধ্যে শুরু হয়েছে ইংরেজি নতুন বছর। বছরের প্রথম দিনই করোনা সংক্রমণের হার বেড়েছে ৩৫ শতাংশ। ইতিমধ্যে টিকা নেওয়ার পরও করোনার নতুন ধরন ওমিক্রনে মৃত্যু হয়েছে ২ জনের। পশ্চিমবঙ্গসহ ২৩টি রাজ্যে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। 

ভারতে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৪৩১। পশ্চিমবঙ্গে ১৭। মহারাষ্ট্রে অন্তত ১০ মন্ত্রী ও ২০ জন বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। ইংরেজি নববর্ষ পালন পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলতে পারে। এরই মধ্যে আজ শনিবার থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণের জন্য নাম নথিভুক্তকরণ। 

ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এই অবস্থাতেও মানুষ মেতে উঠেছে উৎসবে। সামনেই ভারতের ৫ রাজ্যে বিধানসভার ভোট। সঙ্গে চলছে রাজ্যে রাজ্যে পৌর ও গ্রামাঞ্চলের স্বশাসিত পর্ষদের নির্বাচনও। ফলে সংক্রমণ দ্রুত বাড়তে পারে। কিন্তু ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই হবে ভোট। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রচার শুরু করে দিয়েছেন। ফলে দূরত্ববিধির বালাই থাকছে না। সংক্রমণ বাড়ছে। তাই নতুন করে লকডাউনের আশঙ্কাও বেড়ে চলেছে। 

এদিকে ভারতের প্রতিটি নাগরিক করোনার টিকা না পাওয়ার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি সরকারকেই দায়ী করছেন। অন্যদিকে বিজেপি করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সাফল্য প্রচারে ব্যস্ত। সরকার ও বিরোধীদের প্রচারের মাঝে ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন করোনায় মারা গিয়েছেন। তবে গোটা দেশে টিকার সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মতে, আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ।

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির