হোম > বিশ্ব > ভারত

বিজেপি বিরোধী ঐক্যের ডাক দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী 

কলকাতা প্রতিনিধি

বিহার মডেলেই ভারতজুড়ে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল–আরজেডি নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে গতকাল শুক্রবার সৌজন্য সাক্ষাতের পর তেজস্বী বলেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলিত ও পিছিয়ে পড়া মানুষদের স্বার্থেই বিজেপি বিরোধী দলগুলোকে এক জোট হতে হবে।’ বিজেপি জোট ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের বেরিয়ে আসাকে ‘বিজেপির গালে জবর থাপ্পড়’—বলেও মন্তব্য করেন। 

সম্প্রতি বিহারে বিজেপি জোট ছেড়ে জনতা দল ইউনাইটেড (জেডিইউ) আরজেডি, বাম ও কংগ্রেসের সমর্থন নিয়ে নতুন সরকার গঠন করে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নিতীশ কুমার। এটি তাঁর অষ্টম দফা মুখ্যমন্ত্রিত্ব। 

ভারতীয় রাজনীতিতে মাত্র ৩২ বছর বয়সেই খবরের শিরোনাম বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। বিহারে বিজেপি বিরোধী সব দলকে এক ছাতার নিচে আনার পর এখন তিনি সর্বভারতীয় রাজনীতিতেও একই চেষ্টা শুরু করেছেন। সেই উদ্দেশ্যেই সোনিয়ার সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ। 

তেজস্বী যাদবের দিল্লি যাত্রার আগেই নিতীশ জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর দৌড়ে তিনি নেই। আর তাই ফলে খোলা মনে বিরোধী ঐক্যের চেষ্টা চালাচ্ছেন তেজস্বী। কংগ্রেস সভানেত্রী ছাড়াও অন্যান্য দলগুলোর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও বিরোধী ঐক্যে শামিল করতে চান তিনি। তেজস্বীর অভিযোগ, আঞ্চলিক দলগুলোকে ধ্বংস করতে চায় বিজেপি। তবে আঞ্চলিক দলগুলো ধ্বংস হলে গোটা দেশেই গণতন্ত্র বিপন্ন হবে বলেও মন্তব্য করেছেন তিনি। 

তবে বিরোধীরা ঐক্যবদ্ধ হলেও বিজেপিই ২০২৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী হবে বলে মনে করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। শনিবার কলকাতায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই।’ 

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির