ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির চাচাতো ভাই ওয়াইএস কোন্ডা রেড্ডিকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এর আগে ওয়াইএস কোন্ডা রেড্ডির চাঁদাবাজির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিলেন ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন মোহন রেড্ডি। তাঁর নির্দেশেই ওয়াইএস কোন্ডা রেড্ডিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়াইএস কোন্ডা রেড্ডি টেন্ডার দেওয়ার জন্য একটি নির্মাণ কোম্পানির মালিকের কাছ থেকে অর্থ আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।