হোম > বিশ্ব > ভারত

ভারতে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫৭০ জনের, যা গত দিনের চেয়ে প্রায় ৩ হাজার ৪০০ জন বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩১ জন, যা গত দিনের চেয়ে ১৪৭ জন বেশি। আজ বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৮ হাজার ৩০৩ জন। দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৪২ হাজার ৯২৩। করোনার পরিসংখ্যানের হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৩২৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৩ হাজার ৯৬০ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৫ লাখ ৬০ হাজার ৪৭৪ জন। 

সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। পূজায় জনসমাগম বাড়বে। এতে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার আসাম সরকার বলেছে, পূজা আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবক সবাকে অবশ্যই কমপক্ষে এক ডোজ টিকা নিতে হবে। তবে দুই ডোজ নেওয়া থাকলে বেশি ভালো। আসন্ন দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, কালপূজা ও দেওয়ালি উৎসবকে ঘিরে নতুন করে নির্দেশিকা দেওয়া হবে। নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে এটি নিশ্চিত করতে, যেন মানুষ ভালোভাবে উৎসব করতে পারে আবার একই সময়ে করোনা যেন ছড়িয়ে না পড়ে।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা