হোম > বিশ্ব > ইউরোপ

অর্থমন্ত্রী হয়েই কর বাড়ানোর ইঙ্গিত জেরেমি হান্টের 

এক দিন আগেই ব্রিটেনের চ্যান্সেলর অব এক্সচেকার বা অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাবেক পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট। দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কর বৃদ্ধির বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার এই সতর্কবার্তা দেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কর বৃদ্ধির কারণ হিসেবে জেরেমি হান্ট বলেছেন, ‘জনগণকে বাজেট দায়বদ্ধতা বিষয়ে আস্থায় না এনেই অতিরিক্ত করের অর্থ বাজেটে যোগ হবে এমন ভবিষ্যদ্বাণী করা একটি ভুল ছিল এবং প্রধানমন্ত্রী তা স্বীকারও করে নিয়েছেন। আর তাই আমি এখানে।’

কর বাড়ানোর পরিকল্পনা এবং তা থেকে সরে এসে আবারও আগের অবস্থানেই ফিরে এসেও আগের মতোই বাজেটের আকার বজায় রাখা একটি বিপর্যয়কর বাজেটের জন্ম দিতে যাচ্ছিল এবং এ বিষয়ে তাঁর পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেংয়ের করা ‘ভুল’ স্বীকার করে জেরেমি হান্ট বলেছেন, ‘এ জন্য প্রধানমন্ত্রী লিজ ট্রাস এখনো ক্ষমতা হারানোর হুমকিতে রয়েছেন।’

ব্রিটিশ অর্থমন্ত্রী দেশটির সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেছেন, তাঁর পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেং এবং ট্রাস প্রাথমিকভাবে উচ্চ আয়ের মানুষের জন্য কর কমাতে চেয়েছিলেন এবং অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি থেকে বাজেট বিষয়ে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই তাঁদের বাজেট পরিকল্পনা উপস্থাপন করেছিলেন।

ব্রিটিশ অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়ে বলেছেন, এ দুটো ভুলের কারণে দেশটি রাজনৈতিক বিশৃঙ্খলা এবং টালমাটাল বাজার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি এ জন্য ট্রাসের ক্ষমতায় টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূলত এরই প্রেক্ষাপটে আগের পরিকল্পনা বাদ দিয়ে কর বাড়ানোর কথা ভাবা হচ্ছে। 

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন