হোম > বিশ্ব > ইউরোপ

রক্তপাত এড়াতে মস্কোযাত্রা থামিয়ে দিল ওয়াগনার গ্রুপ

রাশিয়ায় ঢুকে পড়ার পর মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল দেশটির ভাড়াটে যোদ্ধার দল ওয়াগনার গ্রুপ। রুশ সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত মস্কোতে পৌঁছানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি।

বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টার পর বিবিসি জানায়, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন তাঁর টেলিগ্রাম চ্যানেল থেকে একটি ভয়েস বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি জানিয়েছেন, মস্কোর দিকে অগ্রসরমাণ তাঁর দলটি থেমে গেছে। রক্তপাত এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রোসিয়া ২৪ এর বরাত দিয়ে বিবিসি আরও জানায়, সামগ্রিক পরিস্থিতি নিয়ে পুতিনের মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোশিনের সঙ্গে কথা বলেছেন। এ সময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সৈন্যদের থামিয়ে দিতে প্রিগোশিনকে রাজি করান লুকাশেঙ্কো। 

এর আগে রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়ে দেশটির ২৫ হাজার অনুগত সেনা নিয়ে রুশ সীমান্তের ভেতরে ঢুকে পড়েছিলেন প্রিগোশিন। সদলবলে তিনি এখন মস্কোর দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঘোষণা দিয়েছিলেন, মস্কোর পথে সামনে যে-ই বাধা হয়ে দাঁড়াবে তাকেই উড়িয়ে দেওয়া হবে। 

এ অবস্থায় মস্কোর প্রবেশদ্বারগুলোতেও রুশ সেনারা ভারী অস্ত্র-শস্ত্র জড়ো করছেন বলে জানায় পশ্চিমা গণমাধ্যমগুলো। আরও জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে আগামী সোমবার মস্কোতে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন মেয়র সের্গেই সোবিয়ানিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘পরিস্থিতি খুব কঠিন। ঝুঁকি কমাতে তাই সোমবার সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট