হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র: ক্রেমলিন

ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর অর্থনৈতিক ও বাণিজ্যিকসহ বিভিন্ন অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ভালোভাবে নেয়নি। প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা করেছে। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিয়মিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানিয়েছে। 

দিমিত্রি পেসকভ ওই সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে রাশিয়ার বিরুদ্ধে “অর্থনৈতিক যুদ্ধ” ঘোষণা করেছে এবং তাঁরাই এই যুদ্ধ চালাচ্ছে। এটিই প্রকৃত সত্য।’ 

এমন সংকটাপন্ন অর্থনৈতিক অবস্থা কাটিয়ে ওঠার জন্য রাশিয়ার কি করা উচিত এমন প্রশ্ন করা হলে পেসকভ নির্দিষ্ট কোনো জবাব না দিয়ে বলেন, ‘রাশিয়া তার স্বার্থের জন্য যা ভালো তাই করবে।’ 

এর আগে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার তেল-গ্যাস-কয়লার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। সে সময় বাইডেন বলেছিলেন, তাঁর প্রশাসনের মূল লক্ষ্য হলো রাশিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্রে আঘাত হানা। 

এ ছাড়া, গত মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার চতুর্থ দফা অবরোধ আরোপের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এই প্রবণতা অব্যাহত রেখেছে।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন