হোম > বিশ্ব > ইউরোপ

সংঘাত নিরসনে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়া, তবে সিদ্ধান্ত নিতে হবে ইরান-ইসরায়েলকেই: পুতিন

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার ইসরায়েল-ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো এমন একটি সমাধানের পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে, যাতে তেহরান শান্তিপূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি চালাতে পারে এবং সেই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার উদ্বেগও দূর করা যায়।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘এটা খুবই সংবেদনশীল বিষয়।’ তবে তিনি আরও বলেন, ‘আমার দৃষ্টিতে এর একটা সমাধান অবশ্যই খুঁজে বের করা সম্ভব।’

যখন পুতিনকে জিজ্ঞেস করা হয়, যদি ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে, তখন রাশিয়া কী প্রতিক্রিয়া দেখাবে—তখন পুতিন এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি এমন সম্ভাবনা নিয়েও আলোচনা করতে চাই না।’

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংঘাত থামানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে এবং আমেরিকা সামরিকভাবে জড়িয়ে পড়লে তাদের জন্য ‘চরম ক্ষতির কারণ’ হবে।

পুতিন বলেন, রাশিয়া তার প্রস্তাবগুলো ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—তিন পক্ষকেই জানিয়েছে। তিনি বলেন, ‘আমরা কাউকে কিছু চাপিয়ে দিচ্ছি না। আমরা শুধু বলছি, আমরা কীভাবে একটি সম্ভাব্য সমাধান দেখি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই ওই দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে ইরান ও ইসরায়েলের।’

গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে রাশিয়া একধরনের সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলেছে। একদিকে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, অন্যদিকে ইরানের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। এই নীতিই এখন মস্কোকে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার সুযোগ এনে দিতে পারে।

পুতিনের মন্তব্য এমন এক সময়ে এল, যখন তিনি গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে এই মধ্যস্থতার প্রস্তাব দেন। তবে ট্রাম্প বুধবার পুতিনকে বলেন, আগে যেন রাশিয়া নিজ দেশের সমস্যা নিয়ে চিন্তা করে। ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, আমার একটা উপকার করো, তোমার নিজেরটা আগে মধ্যস্থতা করো। আমি বলেছি, ভ্লাদিমির, আগে রাশিয়ার বিষয়টা মেটাও। এরপর অন্য কিছু নিয়ে ভাবো।’

এই মন্তব্য ট্রাম্পের অবস্থানে একধরনের পরিবর্তন বোঝায়। এর আগে তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে পুতিনের মধ্যস্থতা প্রস্তাবের ব্যাপারে তিনি ‘খোলা মনে’ আগ্রহী।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট