হোম > বিশ্ব > ইউরোপ

জোটে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে সুইডেন–ফিনল্যান্ডকে আমন্ত্রণ জানাল ন্যাটো

উত্তর আটলান্টিকের তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে সুইডেন ও ফিনল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার ন্যাটোর পক্ষ থেকে দেশ দুটোকে আমন্ত্রণ জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিশ্লেষকদের ধারণা, ন্যাটো এর মধ্য দিয়ে নিরাপত্তার বিষয়ে রাশিয়ার যে উদ্বেগ তাকে কোনো প্রকার আমলে না নেওয়ার অবস্থান পরিষ্কার করল। 

এর আগে, ন্যাটোর সদস্য দেশ তুরস্ক সুইডেন ও ফিনল্যান্ডে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। কিন্তু সর্বশেষ গত ২৮ জুন তুরস্ক তার আপত্তি প্রত্যাহার করায় দেশ দুটির ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আর কোনো বাঁধা নেই। তুরস্কের আপত্তি প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ন্যাটো সুইডেন ও ফিনল্যান্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাল। এটি বিগত কয়েক দশকের মধ্যে জোটটির সবচেয়ে আলোচিত সম্প্রসারণ। 

ন্যাটোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই যোগদান ফিনল্যান্ড ও সুইডেনকে নিরাপদ করবে, ন্যাটোকে শক্তিশালী করবে এবং ইউরো–আটলান্টিক অঞ্চলকে আরও নিরাপদ করে তুলবে। সুইডেন ও ফিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করা জোটের দায়িত্ব, এমনকি যোগদানের প্রক্রিয়া চলাকালেও।’ 

এখন কেবল ন্যাটোভুক্ত ৩০টি দেশের পার্লামেন্টে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানের বিষয়টি যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত অনুমোদন পেলেই দেশ দুটি ন্যাটোর সদস্য বলে গণ্য হবে। তবে, ন্যাটো সম্মেলনে উপস্থিত সদস্য দেশগুলোর নেতারা জানিয়েছেন তাঁরা যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে চান। যাতে তাঁরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তাদের ঐক্য প্রদর্শন করতে পারেন। 

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন