হোম > বিশ্ব > ইউরোপ

সি চিনপিংয়ের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

যুদ্ধ বন্ধে ‘চীনের শান্তি প্রস্তাব’ নিয়ে আলোচনার উদ্দেশ্যে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল দেওয়া ভাষণে তিনি এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

জেলেনস্কি তাঁর বক্তৃতায় বলেন, ‘চীনের প্রস্তাব এই ইঙ্গিত দেয় যে তারা শান্তি খুঁজছে। সুতরাং আমি বিশ্বাস করি, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না।’ 

বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে ‘সংকটের রাজনৈতিক নিষ্পত্তি’বিষয়ক ১২ দফা পত্র প্রকাশ করেছে চীন। সেখানে শান্তি আলোচনা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে। তবে ১২ দফার কোথাও ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি করেনি চীন। একই সঙ্গে রাশিয়ার ওপর পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞারও নিন্দা করেছে দেশটি। 

চীনের এই ১২ দফা শান্তি প্রস্তাব প্রকাশের পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে চীনের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি। 

এদিকে চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বেইজিংয়ের মতামতের সঙ্গে একমত।’ 

এই সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, বেইজিং রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা ভাবছে। বেইজিং এই দাবিকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তবে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো আবার জানিয়েছে, চীন সরকার মস্কোতে ড্রোন ও আর্টিলারি শেল পাঠানোর কথা বিবেচনা করছে। 

চীনা শান্তি প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এবিসি নিউজকে বলেছেন, ‘পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) এটিকে সাধুবাদ জানিয়েছেন, তাহলে এটি কীভাবে ভালো হতে পারে? চীনের শান্তি প্রস্তাবে আমি এমন কিছুই দেখিনি, যা নির্দেশ করে যে এর মধ্যে রাশিয়া ছাড়া অন্য কারও জন্য উপকারী কিছু আছে।’ 

বিবিসির বিশ্ববিষয়ক সম্পাদক জন সিম্পসন বলেছেন, চীন রাশিয়ার পাশে রয়েছে বলে মনে হচ্ছে, যদিও তারা মুখে মুখে শান্তি চুক্তির কথা বলছে। এর মাধ্যমে তারা আসলে প্রেসিডেন্ট পুতিনকে উদ্ধারের উপায় খুঁজছে।’ 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট