হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভের কাছে ১ হাজার ২২২ মৃতদেহ পাওয়া গেছে, দাবি ইউক্রেনের

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অন্তত ১ হাজার ২২২ মৃতদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর ভেনেদিক্তোভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রসিকিউটর ভেনেদিক্তোভা বলেছেন, ‘শুধু কিয়েভের আশে পাশে থেকেই কমপক্ষে ১ হাজার ২২২ উদ্ধার করা হয়েছে।’ 

এদিকে একজন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগোবভ বলেছেন, ‘গতকাল রোববার সকালে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর উত্তর-পূর্ব খারকিভে গোলাগুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা হামলায় একজন শিশুসহ ১০ জন বেসামরিক মানুষ মারা গেছেন।’ 

সিনেগোবভ টেলিগ্রামে লিখেছেন, ‘সম্মুখ যুদ্ধে ব্যর্থ হয়ে রুশ সেনাবাহিনী বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’ 

দিনিপ্রোর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দশ লাখ মানুষের এই শহরে রুশ সেনারা বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিমানবন্দর প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। কত মানুষ যে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ১৫ মার্চেও এ শহরে হামলা চালিয়েছিল রুশ সেনারা। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেসামরিক মানুষদের বিরুদ্ধে রুশদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল রোববার তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘যারা ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে।’ 

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিক্তোভা বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধাপরাধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৫০০ রুশ কর্মকর্তার অপরাধ তদন্ত করা হচ্ছে।’ 

এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘গণহত্যার জন্য রাশিয়ার জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

ইউক্রেনের পূর্বাঞ্চলেও মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো। তিনি বলেন, ‘গত শুক্রবার ক্রামতোর্স্ক শহরের একটি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে।’ 

গতকাল রোববার জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট