হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার হামলায় ইউক্রেনের ২ জন নিহত, ঐতিহাসিক গির্জা বিধ্বস্ত

ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় রুশ হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অন্তত ২২ জন। এ ছাড়া ওদেসায় রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি ‘ঐতিহাসিক’ গির্জাও বিধ্বস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার দিবাগত রাতে রুশ হামলায় ওদেসার একটি এলাকায় অন্তত দুজন নিহত হয়। আহত হয় আরও ২২ জন। আহতদের মধ্যে চারটিই শিশু। 

ইউক্রেনের পুলিশ জেনারেল এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো তাঁর টেলিগ্রাম চ্যানেলে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রুশ হামলায় ১৯৭৪ সালে জন্ম নেওয়া এক ব্যক্তি নিহত হয়েছেন। 

ক্লিমেঙ্কো বলেছেন, ‘রুশ হামলায় আরও অন্তত ২২ জন লোক আহত হয়েছে। তাদের মধ্যে চারটিই শিশু। তাদের বয়স যথাক্রমে ১১, ১২, ১৭ এবং মাত্র ২ বছর।’ 
 
এদিকে, একই দিনে পৃথক রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি অর্থোডক্স গির্জা বিধ্বস্ত হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, গির্জা ধ্বংসের বিষয়টি যুদ্ধাপরাধের শামিল। 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ‘ইউনেসকো ঘোষিত সুরক্ষিত ওদেসার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক ট্রান্সফিগারেশন গির্জাটি ধ্বংস হয়ে গেছে। এটি স্পষ্টতই যুদ্ধাপরাধ যা কিয়েভ কখনোই ভুলবে না এবং ক্ষমা করবে না।’ 

এদিকে, ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ইউক্রেন ড্রোন হামলা করেছে। এ ঘটনার পর বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম কের্চ সড়ক ও রেলসেতুতে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। 

এ অঞ্চলে নিযুক্ত মস্কোর গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলার জেরে চারপাশের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বসবাসরত বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী সেতুতে সংক্ষিপ্তভাবে সড়ক যান চলাচল স্থগিতও করা হয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট