হোম > বিশ্ব > ইউরোপ

এবার পুতিনের দুই মেয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। আজ বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে আরোপ করা নতুন নিষেধাজ্ঞার তালিকায় আছে পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা তিখোনোভার নাম।

ইউক্রেনের দেশটির বুচা শহরে রুশ সেনারা যুদ্ধাপরাধ করেছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে ছাড়াও রয়েছে রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংকের নাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ভ্লাদিমির পুতিনের নিজের ঘরের লোকও ঢুকে পড়েছে। এবার তালিকায় তাঁর প্রাপ্তবয়স্ক দুই মেয়ের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের স্ত্রী, মেয়েসহ রুশ নিরাপত্তা পরিষদের সদস্যরাও রয়েছেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ এবং বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের নামও এর আওতায় এসেছে।

এ সম্পর্কিত এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, এসব ব্যক্তিবর্গ রুশ জনগণের অর্থে নিজেদের বিত্তশালী করেছেন। এদের কেউ কেউ ইউক্রেন যুদ্ধে সমর্থন দিচ্ছেন। 

পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা বিশ্বাস করি পুতিনের অনেক সম্পদ পরিবারের সদস্যদের নামের আড়ালে গোপন রাখা হয়েছে। এই কারণে আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বুচা শহরের রাস্তায় পড়ে থাকা মরদেহের ছবি ও ধ্বংসযজ্ঞের কিছু ছবির পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, এগুলো কিয়েভের কর্মকর্তাদের বানানো। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট