হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যুক্তরাষ্ট্র ও জার্মানির উদ্বেগ

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের একটি স্যাটেলাইট গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। গত সোমবার স্যাটেলাইট বিধ্বংসী এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের দেশ জার্মানিও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

জানা গেছে, মহাকাশ স্টেশনে এখন ৭ জন ক্রু রয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৪ জন, রাশিয়ার ২ জন এবং জার্মানির ১ জন। আগে থেকে সতর্কতা জারি করায় এ সময় তাঁরা স্পেস শিপ ক্যাপসুলে আশ্রয় নেন। দুই ঘণ্টা এর ভেতরে ছিলেন তাঁরা। এর মধ্যে কয়েকবার ধ্বংসাবশেষের কাছ দিয়ে গেছে এ ক্যাপসুল। 

মার্কিন গবেষণা সংস্থা নাসার প্রধান বিল নেলসন বলেন, ‘নিরাপত্তার জন্য এগুলো প্রতিনিয়ত নজরে রাখা হবে।’ তবে রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। 

এদিকে রাশিয়ার স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। বার্লিনের পক্ষ থেকে মহাকাশ নিরাপত্তা আইন প্রণয়নের জন্য বিশ্বের অন্যান্য দেশগুলো প্রতি আহ্বান জানানো হয়েছে। 

একটি বিবৃতিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, আমরা সমস্ত রাষ্ট্রকে এই প্রক্রিয়ায় এবং মহাকাশে দায়িত্বশীল আচরণের নীতির বিকাশে গঠনমূলকভাবে জড়িত হওয়ার আহ্বান জানাই

 এদিকে মঙ্গলবার রাশিয়াও মহাকাশে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্বীকার করেছে। 

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন