হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার বাধায় আটকে গেল জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি 

পরমাণু অস্ত্র পুরোপুরি নিরস্ত্রীকরণে জাতিসংঘের প্রস্তাবিত একটি চুক্তি রাশিয়ার আপত্তিতে আটকে গেছে। চুক্তিটি রাজনৈতিক উদ্দেশ্য়ে তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেছে দেশটি। তবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের সমালোচনা করার প্রতিক্রিয়ায় এই উদ্যোগ নিয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে এখনো পর্যন্ত বিশ্বের ১৯১টি দেশ স্বাক্ষর করেছে। প্রতি পাঁচ বছর পরপর এটি পর্যালোচনা ও নবায়ন করা হয়। ৫০ বছর বয়সী পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি নবায়নের বিষয়ে ৪ সপ্তাহ ধরে চলা আলোচনা ইউরোপের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া রাশিয়ার দখলে থাকার বিষয়টি উল্লেখ করে দেশটির সমালোচনা করা হয়। এই নিয়ে রাশিয়ার তরফ থেকে আপত্তি জানানো হয় এবং এতে আলোচনা পণ্ড হয়ে যায়। 

এদিকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিতে রাশিয়ার দখল থাকায় তার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব। বলেছে, এই কেন্দ্রটিতে যেকোনো সময় বিপর্যয় ঘটে যেতে পারে। তবে যুদ্ধ অব্যাহত থাকায় রাশিয়া এখনো আন্তর্জাতিক পরিদর্শকদের বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনের অনুমতি দেয়নি। 
 
জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে, চুক্তিতে ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝঝিয়া নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এ কারণেই বিরোধিতা করছে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। 

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি বনি জেনকিনস বলেছেন, ‘রাশিয়ার কারণে আমরা সর্বসম্মত ঐকমত্যে পৌঁছাতে পারিনি।’ 

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের ডেপুটি ডিরেক্টর ইগর ভিশনেভেতস্কি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত এই নথিতে কোনো ঐকমত্য নেই।’ 

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে