হোম > বিশ্ব > ইউরোপ

২০ বছর ক্ষমতায় থাকা একে পার্টির স্থানীয় নির্বাচনে ভরাডুবি, ‘সংশোধনের’ ইঙ্গিত এরদোয়ানের

তুরস্কের স্থানীয় নির্বাচনে বিরোধীদের উত্থানটা বেশ চমকপ্রদ হয়েছে। বিশেষ করে দেশটির ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলের মেয়র পদে নির্বাচিত হওয়া একরেম ইমামোগুলুকে এরদোয়ানের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী ভাবছেন অনেকে। এই অবস্থায় পরিবর্তন আনার প্রতিজ্ঞা করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, যেসব ভুল তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে পরাজয়ের দিকে নিয়ে গেছে সেগুলো তিনি সংশোধন করবেন।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, তুরস্কের ৮২টি অঞ্চলের মধ্যে এরদোয়ানের একে পার্টি জিতেছে মাত্র ২৪টি অঞ্চলে। বাকি অঞ্চলগুলোর বেশির ভাগই গেছে এরদোয়ান বিরোধী শিবিরে। যদিও প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্ট বা সিএইচপি পেয়েছে ৩৭ দশমিক ৭৬ শতাংশ ভোট। আর এরদোয়ানের একে পার্টি পেয়েছে ৩৫ দশমিক ৪৮ শতাংশ ভোট।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে বিরোধীরা মূলত তুরস্কের অর্থনৈতিক দুর্দশা ও ইসলামপন্থীদের পৃথক হিসেবে প্রদর্শন করে তুর্কিদের বড় একটি অংশের ভোট জিতে নিয়েছে। এই অবস্থায় এরদোয়ানের সংবিধান সংশোধনের যে পরিকল্পনা তা বাস্তবায়িত নাও হতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, গতকাল রোববারে অনুষ্ঠিত হয়ে যাওয়া স্থানীয় নির্বাচনের হার এরদোয়ানের ২০ বছরের ক্ষমতায় থাকার সময়ে সবচেয়ে বড় পরাজয়। এই নির্বাচন বিরোধীদের শক্তিশালী করার পাশাপাশি ইস্তাম্বুলের নবনির্বাচিত মেয়র একরেম ইমামোগুলুকে এরদোয়ানের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির করেছে। বিশ্লেষকেরা বলছেন, তুরস্কে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং প্রায় ৭০ শতাংশের কাছাকাছি মূল্যস্ফীতির কারণে ভোটারেরা তাঁর দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

এই অবস্থায় তুরস্কের সংবিধান সংশোধনে এরদোয়ানের যে পরিকল্পনা তা ভেস্তে দিতে পারে। এরদোয়ান মূলত ২০২৮ সালের পরও তাঁর ক্ষমতায় থাকা নির্বিঘ্ন করতেই এই সংশোধনী আনতে চান। যদিও পার্লামেন্টে এরদোয়ান ও তাঁর মিত্রদের প্রাধান্য আছে তবে স্থানীয় পর্যায়ে বিরোধীদের উত্থান সংবিধান সংশোধনীর বিষয়টিকে অবশ্যই চাপে ফেলবে। বিশেষ করে, যদি সংবিধান সংশোধনের জন্য গণভোটের আয়োজন করতে হয় সে ক্ষেত্রে এরদোয়ানের মনোবাঞ্ছা পূরণ নাও হতে পারে।

সম্ভবত, এই নির্বাচনে হারের পর এরদোয়ান ভোটারদের আস্থায় নিতেই কৌশল বদলানোর ইঙ্গিত দিচ্ছেন। আর তাই আজ সোমবার আঙ্কারায় একে পার্টির প্রধান কার্যালয়ে এরদোয়ান বলেছেন, ‘এটি আমাদের যাত্রার শেষ নয় বরং এটি আমাদের জন্য একটি টার্নিং পয়েন্ট।’

এরদোয়ান বলেন, ‘আমরা যদি কোনো ভুল করে থাকিই, তা আমরা ঠিক করে নেব।’ তবে এরদোয়ান ঠিক কী সংশোধন করতে চান সে বিষয়ে কোনো নির্দেশনা দেননি।

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো