হোম > বিশ্ব > ইউরোপ

ওডেসার মেয়র ত্রুখানভের নাগরিকত্ব বাতিল করলেন জেলেনস্কি

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনের ওডেসা শহরের মেয়র গেন্নাদি ত্রুখানভ। ছবি: এএফপি

ইউক্রেনের ওডেসা শহরের মেয়র গেন্নাদি ত্রুখানভের নাগরিকত্ব বাতিল করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মেয়র গেন্নাদির বিরুদ্ধে অভিযোগ, তাঁর কাছে রাশিয়ান পাসপোর্ট আছে। গতকাল মঙ্গলবার ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, ‘ওডেসা শহরের মেয়র গেন্নাদি ত্রুখানভের ইউক্রেনীয় নাগরিকত্ব বাতিল করা হয়েছে।’

এসবিইউর অভিযোগ, তাঁর কাছে ‘আক্রমণকারী দেশ রাশিয়ার একটি বৈধ পাসপোর্ট’ ছিল। প্রসঙ্গত, ইউক্রেনের নাগরিকদের রুশ নাগরিকত্ব বা পাসপোর্ট থাকা নিষিদ্ধ। এই অভিযোগের কারণে ত্রুখানভকে দেশ থেকে বহিষ্কারও করা হতে পারে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, তিনি এসবিইউ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এসবিইউ প্রধান ‘নিশ্চিত করেছেন...নির্দিষ্ট কিছু ব্যক্তির রুশ নাগরিকত্ব আছে। তাঁদের বিষয়ে প্রাসঙ্গিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি ডিক্রিতে স্বাক্ষর করেছি।’

সাবেক সংসদ সদস্য ত্রুখানভ ২০১৪ সাল থেকে ওডেসার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনজুড়েই তাঁর বিরুদ্ধে রাশিয়ান নাগরিকত্ব থাকার অভিযোগ ছিল। তবে তিনি বারবার তা অস্বীকার করেছেন।

নাগরিকত্ব বাতিলের ঘোষণার পর টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় ত্রুখানভ বলেন, ‘আমি কখনো রাশিয়ান পাসপোর্ট পাইনি। আমি ইউক্রেনের নাগরিক।’ ত্রুখানভ বলেন, তিনি যতক্ষণ সম্ভব ‘ওডেসা শহরের নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করে যাবেন’ এবং তিনি এই মামলা নিয়ে আদালতে যাবেন। প্রায় ১০ লাখ জনসংখ্যার এই শহর পরিচালনার জন্য একজন সামরিক প্রশাসক নিয়োগ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

রুশপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত হলেও ২০২২ সালে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের পর ত্রুখানভ তাঁর অবস্থান পরিবর্তন করেন। তিনি প্রকাশ্যে মস্কোর নিন্দা জানানোর পাশাপাশি ওডেসার প্রতিরক্ষা ও ইউক্রেনীয় সেনাবাহিনীকে সহায়তার দিকে মনোনিবেশ করেন।

বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, জেলেনস্কি আরও দুই ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, এ দুজন হলেন নৃত্যশিল্পী (ব্যালে) সের্গেই পোলুনিন এবং ইউক্রেনের সাবেক রাজনীতিবিদ ও বর্তমানে রাশিয়ার সহযোগী হিসেবে অভিযুক্ত ওলেগ ৎসারয়ভ।

নৃত্যশিল্পী (ব্যালে) সের্গেই পোলুনিনের বুকে পুতিনের একটি বড় ট্যাটু আছে। তিনি দক্ষিণ ইউক্রেনে জন্মগ্রহণ করেন। তবে ২০১৮ সালে রাশিয়ান নাগরিকত্ব পান। পোলুনিন ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে সমর্থন করেছিলেন। এর আগে ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলেরও পক্ষে ছিলেন তিনি।

উল্লেখ্য, জুলাই মাসে জেলেনস্কি ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের প্রধান মেট্রোপলিটন ওনুফ্রিয়ের নাগরিকত্বও বাতিল করেছিলেন।

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো