হোম > বিশ্ব > ইউরোপ

সোমবার দেখা হবে: ঋষি সুনাক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ইতিমধ্যে ইতিহাস তৈরি করেছেন ঋষি সুনাক। নানা ধাপ পেরিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত টিকে আছেন ঋষি। শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে সমর্থকদের জন্য নতুন প্রচারে নেমেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ‘#রেডিফরঋষি’ প্রচারাভিযান নামেন তিনি। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, টুইটারে ঋষি সুনাক নিজের সব সহকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘ভোট বন্ধ হলো। আমার সমস্ত সহকর্মী, প্রচারণা টিম এবং যাঁরা আমার সঙ্গে দেখা করে সরাসরি সমর্থন জানিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। সোমবার দেখা হবে!’ 

পরে জানা গেছে, সোমবারই চূড়ান্ত ফলাফল ঘোষণা। কে হচ্ছেন কনজারভেটিভ পার্টির প্রধান তথা নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তা জানা যাবে এদিন। তাই সমর্থকদের উজ্জীবিত করতে নতুন প্রচারাভিযান করছেন ঋষি সুনাক। 

যদিও শেষ মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের দৌড়ে অনেকটাই এগিয়ে পররাষ্ট্রসচিব লিজ ট্রাস। শুরুর দিকে ইতিহাস তৈরির যথেষ্ট সম্ভাবনা তৈরি করেও পিছিয়ে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি। দলের প্রায় ২ লাখ টোরি ভোটারের অধিকাংশই ট্রাসের সমর্থক। 

শনিবার ভোট শেষ হওয়ার পর কনজারভেটিভ পার্টির সদস্য, এমনকি দেশটির গণমাধ্যমের সিংহভাগই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, সোমবার ফলাফল ঘোষণার পর লিজ ট্রাসই বিজয়ী প্রার্থী হবেন। তবে জনমত জরিপে ট্রাস এগিয়ে থাকলেও আশা ছাড়ছেন না ঋষি।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা