হোম > বিশ্ব > ইউরোপ

গাজায় বেলজিয়ামের প্রতিষ্ঠানে হামলা, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব 

গাজায় বেলজিয়ামের উন্নয়ন সংস্থায় বোমা হামলার ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রাসেলস। আজ শুক্রবার বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। 

ব্রাসেলস জানিয়েছে, উত্তর গাজায় বেলজিয়ামের উন্নয়ন সংস্থা এনাবেলের কার্যালয় ধ্বংস করা হয়েছে। একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, গত বুধবার এ হামলা করা হয়। তবে বোমা হামলায় হতাহতের সম্পর্কে কিছু জানায়নি সূত্রটি। 

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব এবং উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ক্যারোলিন গেনেজ ব্রাসেলসে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইদিত রোজেনজওয়েগ-আবুর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রণালয় বলেছে, মন্ত্রীরা কার্যালয়ে বোমা হামলা ও ধ্বংসের তীব্র নিন্দা করেছেন। বেসামরিক অবকাঠামো ধ্বংস একেবারে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 

প্রতিবেদন থেকে জানা যায়, লাহবিব বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি শেয়ার করেছিলেন। একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছবিতে থাকা টাইমস্ট্যাম্প ইঙ্গিত করছে, ছবিটি গত ২৮ জানুয়ারি তোলা হয়েছিল। দ্বিতীয় ছবিতে একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপ দেখানো হয়েছে, কিন্তু সেটি কখন তোলা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নেই। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার দুই সপ্তাহ আগে এজেন্সির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে। তাঁরা বলেছে, ‘আমরা খুব আশা করি, অনেক শিশুসহ এই লোকেরা দ্রুত ও অক্ষত অবস্থায় গাজা ত্যাগ করতে সক্ষম হবেন।’ 

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলে এক নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলা চালালে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়। ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির তথ্য অনুযায়ী, সেই হামলার ফলে প্রায় এক হাজার ১৬০ জন নিহিত হয়েছিল, যাদের অধিকাংশই বেসামরিক। অন্যদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সেই সময় থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ২৭ হাজার ১৩১ জন নিহত হয়েছে। 

এদিকে বেলজিয়াম গাজায় মানবিক সহায়তার অনুমতি দিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। 

এএফপি বলেছে, তারা তাদের ইইউ অংশীদারদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও সদস্য রাষ্ট্রগুলোর অর্থায়নকৃত প্রকল্পগুলোর ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জন্য ক্ষতিপূরণের বিষয়টিও উত্থাপন করবে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএনসিটিএডি) অনুমান করেছে, নভেম্বরের শেষের দিকে ৩৭ হাজার ৩৭৯টি ভবন ইসরায়েলের সামরিক আক্রমণে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যা গাজা উপত্যকার মোট কাঠামোর ১৮ শতাংশের সমতুল্য। ফিলিস্তিনি জনগণকে সহায়তার ওপর দৃষ্টি নিবদ্ধকারী সংস্থাটির অর্থনীতিবিদ রামি আলাজেহ গত মাসে বলেছিলেন, ‘নতুন তথ্য বলছে, গাজার ৫০ শতাংশ কাঠামো (ক্ষতিগ্রস্ত বা) ধ্বংস হয়ে গেছে।’

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন