হোম > বিশ্ব > ইউরোপ

১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে বোরকা পরা নিষিদ্ধ

ছবি: এএফপি

২০২৫ সালের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জানুয়ারি থেকেই বোরকা সহ মুখ ঢেকে রাখে এমন পোশাকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে সুইজারল্যান্ড। দেশটির সরকারের বরাত দিয়ে বুধবার এই খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে বোরকা পরিধানের বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির জনগণ। পরে দেশটিতে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করা হয়। তবে এই আইনের নিন্দা জানিয়েছে কতগুলো মুসলিম সংগঠন। এর আগে ২০০৯ সালে দেশটিতে নতুন কোনো মিনার নির্মাণের ওপরও একই প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সর্বশেষ বোরকা নিষিদ্ধ করার বিষয়ে বুধবার সুইজারল্যান্ডের গভর্নিং ফেডারেল কাউন্সিল একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কেউ এই আইনটিকে লঙ্ঘন করলে তাঁকে ১ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রার মান অনুযায়ী যা ১ লাখ ৩৬ হাজার টাকারও বেশি।

সুইস সরকার আরও জানিয়েছে, বোরকার ওপর নিষেধাজ্ঞাটি প্লেন কিংবা কোনো কূটনৈতিক এবং কনস্যুলার প্রাঙ্গণে প্রযোজ্য হবে না। উপাসনালয় এবং অন্যান্য পবিত্র স্থানগুলোতেও কেউ চাইলে মুখ ঢেকে রাখতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে—স্বাস্থ্য ও নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে মুখের ওপর কোনো আবরণ ব্যবহার অনুমোদিত থাকবে শুধু। শৈল্পিক উপস্থাপন এবং বিনোদন ও বিজ্ঞাপনের ক্ষেত্রেও এটির অনুমতি দেওয়া হবে। পাশাপাশি মতো প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশে ব্যক্তিগত সুরক্ষার জন্য কেউ চাইলে অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা