হোম > বিশ্ব > ইউরোপ

হারিয়েছেন মা, উড়ে গেছে পা, নকল পা নিয়েই যুদ্ধে ফিরলেন ইউক্রেনের সেনা

আসল নাম মাইকোলাই রুসেটস্কি হলেও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তিনি মলোত নামে পরিচিত। মলোত শব্দের অর্থ হাতুড়ি। যুদ্ধেক্ষেত্রে শক্ত মনোবলের জন্যই এই নামে ডাকা হয় তাঁকে। 

সোমবার দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত গ্রীষ্মে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন মলোত। সে সময় পুঁতে রাখা একটি মাইনের আঘাতে বাঁ পা উড়ে যায় তাঁর। মারাত্মক আহত অবস্থায় পরে সেখান থেকে মলোতকে উদ্ধার করে নিয়ে আসেন সঙ্গী যোদ্ধারা। 

এবার সবাইকে অবাক করে একটি নকল পা লাগিয়েই যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছেন মলোত। অন্যদের সঙ্গে সমান তালে সম্মুখ সমরে লড়াই করে যাচ্ছেন ইউক্রেনের দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে। 

সম্প্রতি গণমাধ্যমে মলোতের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নকল পাসহ কর্দমাক্ত একটি ট্রেঞ্চে অস্ত্র হাতে বসে আছেন মলোত। 

জানা যায়, পা হারানোর মাত্র এক মাস আগেই রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছিলেন মলোতের মা। এ ঘটনাই তাঁর জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। শেষ নিশ্বাস পর্যন্ত তাই তিনি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছেন। 

নকল পা নিয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে আসার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মলোত লিখেছেন, ‘জীবনে আমি সুখী। আমি দুঃখ এবং শোক পরের জন্য রেখে দিয়েছি। এখন শুধুই বিজয়।’ 

প্রতিবেদনে বলা হয়, চোটের পর প্রথমে কিছুদিন ক্রাচে ভর দিয়ে হেঁটেছিলেন। পরে কৃত্রিম পা নিয়ে চলাফেরা রপ্ত করেন তিনি।

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি