হোম > বিশ্ব > ইউরোপ

মিখাইল মিশুস্তিনকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে চান পুতিন

রাশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনকে আবারও দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমায় এ প্রস্তাব দিয়েছেন তিনি। আজ শুক্রবার দুমার স্পিকার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো শপথ নেন পুতিন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে শপথ নেন ৭১ বছর বয়সী এই নেতা। রাশিয়ার আইন অনুসারে, আগের মেয়াদের সরকার পুতিনের উপস্থিতিতে পদত্যাগ করে। এর পরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। 

মিশুস্তিনকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করার প্রস্তাবটির দুমার অনুমোদন পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। কারণ, রাশিয়ার পার্লামেন্টে বিরোধী শক্তি নেই বললেই। পুতিন তাঁর সব সিদ্ধান্তেই পার্লামেন্টের সমর্থন পেয়ে থাকেন। 

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভলোদিন লিখেছেন, ‘মিখাইল মিশুস্তিনকে সরকারের চেয়ারম্যান পদে নিযুক্ত করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব দুমায় জমা দিয়েছেন। আজ ডেপুটিরা সাংবিধানিক বিধি মেনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের জায়গায় ৫৮ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন পুতিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার অন্য কর্মকর্তাদের পাশাপাশি মিশুস্তিনের ওপরও পশ্চিমা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রাশিয়ার ক্ষমতাসীন পক্ষের প্রধান টেকনোক্র্যাট মিশুস্তিনের নিরাপত্তা বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা নেই। তাই তাঁকে গোয়েন্দাদের সিলোভিকি (শক্তিশালী) অংশে রাখা হয়নি। দলটি পুতিনঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রাশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার আগে মিশুস্তিন কেন্দ্রীয় কর সেবা বিভাগের প্রধান ছিলেন। প্রায় এক দশক এ দায়িত্বে ছিলেন তিনি।

স্পিকার ভলোদিন জানান, ভোটাভুটির আগে মিশুস্তিন দুমায় বক্তব্য দেবেন। দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোসহ সরকারের জন্য পুতিন যে কর্মপরিকল্পনা তৈরি করেছেন, সেগুলো কীভাবে সমাধান করবেন, তা নিয়ে তাঁকে অবশ্যই উত্তর দিতে হবে।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন