ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২ লাখ শিশুকে জোর করে রাশিয়া তুলে নিয়ে গেছে।’ গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এ দাবি করেছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে গতকাল রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘৯৮ দিনের যুদ্ধে দখলদার বাহিনীর (রুশ সেনাবাহিনীর) আক্রমণে অন্তত ৬৯৮ শিশু আহত হয়েছে। এদের খবর আমরা জানি। কিন্তু অনেক অপহরণের খবর আমরা জানি না। বর্তমানে যে অঞ্চলটি দখল করেছে রুশ বাহিনী, সেখানকার কোনো তথ্য আমাদের কাছে নেই।’
জেলেনস্কি আরও বলেন, ‘এ ধরনের অপরাধ মানে শুধু মানুষ চুরি করে নিয়ে যাওয়া নয়, বরং তাদের নির্বাসিত করা, তাদের মন থেকে ইউক্রেনের স্মৃতি মুছে ফেলা এবং কখনোই ইউক্রেনে ফিরতে না দেওয়া।’
জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার ধরে নিয়ে যাওয়া শিশুদের মধ্যে এতিমখানার শিশু, বাবা-মায়ের সঙ্গে থাকা শিশু ও অভিভাবকদের কাছ থেকে দূরে থাকা শিশুও রয়েছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত হয়েছে। এ ছাড়া ১৩৯ শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন
জেলেনস্কি আরও বলেন, ‘যারা এই অপকর্ম করেছে, ইউক্রেন তাদের অবশ্যই দাবি দেবে। শুধু তাই নয়, ইউক্রেন আরও প্রমাণ করে দেবে যে, এই দেশ কখনোই দখল করে নেওয়া যাবে না। আমাদের জনগণ কখনোই আত্মসমর্পণ করবে না। আমাদের শিশুরাও আগ্রাসী শক্তির সম্পত্তি হবে না।’
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন: