হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩ 

রাশিয়ার দক্ষিণাঞ্চলের অ্যাঙ্গেলস বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। মস্কোর পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে বলে খবর বিবিসির। 

মস্কোর দাবি, রোববার ভোর রাতে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে। তবে রাতভর হামলায় ওপর থেকে ধ্বংসাবশেষ পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। 

এর আগে চলতি মাসের শুরুতে বোমারু বিমান রাখার স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। ওই ঘাঁটি ইউক্রেন সীমান্তের প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩৪ মিনিটে কম উচ্চতায় ওড়া ইউক্রেনীয় ড্রোনটিকে বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে তিনজন রুশ কর্মী প্রাণ হারিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি মাসে রুশ বিমানঘাঁটিতে এটি ইউক্রেনের দ্বিতীয় হামলা। সারতভের অ্যাঙ্গেলস বিমানঘাঁটি মস্কো থেকে প্রায় ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। আর ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে ঘাঁটির অবস্থান অন্তত কয়েকশ কিলোমিটার দূরে। অথচ এই ড্রোন হামলার বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। 

এদিকে এসব হামলার বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেনি ইউক্রেন। তবে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, ক্রিসমাসের দিনও যুদ্ধ বন্ধ করেনি রাশিয়া। এদিন ৪০ টিরও বেশি রকেট হামলা চালিয়েছে রুশ সেনারা। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে সব পক্ষের সঙ্গে সমঝোতা আলোচনা করতে প্রস্তুত তিনি। কিন্তু ইউক্রেন ও দেশটিকে সমর্থনদানকারী পশ্চিমা বিশ্ব প্রস্তাবে রাজি নয় বলে মন্তব্য করেন তিনি। 

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে