হোম > বিশ্ব > ইউরোপ

ফিনল্যান্ড ন্যাটোর ৩১তম সদস্য হতে যাচ্ছে আজ

পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড। আজ মঙ্গলবার ইউরোপের এই দেশ ন্যাটোর ৩১তম সদস্য হতে যাচ্ছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যে ফিনল্যান্ডের ন্যাটোভুক্ত হওয়াকে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন সমর বিশেষজ্ঞরা। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের সীমান্ত রাশিয়ার কাছাকাছি বিস্তৃত হলো। 

ফিনল্যান্ড আরও আগেই ন্যাটোর সদস্য হতে পারত। তবে তুরস্ক ও হাঙ্গেরির বাধার কারণে ফিনল্যান্ডের সদস্য হওয়া বাধাগ্রস্ত হয়েছে। একই কারণে সুইডেন এখনো ন্যাটোর সদস্য হতে পারেনি। 

তবে তুরস্কের পার্লামেন্ট গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানে অনুমতি দেওয়াসংক্রান্ত একটি বিল অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে সামরিক জোটে যোগদানে ফিনল্যান্ডের শেষ বাধাটি দূর হয়। 

এরপর গত রোববার ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের হামলার পর ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করে ফিনল্যান্ড। কারণ রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ সীমান্ত রয়েছে। এর আগে ফিনল্যান্ড নিরপেক্ষ অবস্থানই ধরে রেখেছিল। 

এএফপি বলেছে, আজ মঙ্গলবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ন্যাটোতে আনুষ্ঠানিক যোগদানের কাগজপত্র হস্তান্তর করবেন। এরপর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরের সামনে মিত্র দেশ এস্তোনিয়া ও ফ্রান্সের মধ্যে ফিনল্যান্ডের নীল-সাদা পতাকা ওড়ানো হবে। 

ন্যাটোর প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেছেন, ‘এটি সত্যিই একটি ঐতিহাসিক দিন। এটি জোটের জন্য একটি মহান দিন।’ 

ন্যাটোর প্রধান আরও বলেন, ‘রুশ প্রেসিডেন্ট পুতিন ন্যাটোর শক্তি খর্ব করার উদ্দেশ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ নেমেছেন। কিন্তু ঘটনা ঘটছে উল্টো। ন্যাটোর শক্তি বরং বৃদ্ধি পাচ্ছে।’ 

ফিনল্যান্ডের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ রাশিয়া। দেশটির সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। ১৯৩৯ সালে রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) ফিনল্যান্ড আক্রমণ করেছিল। এর পরেও স্নায়ুযুদ্ধের পুরোটা সময় ন্যাটো জোটের বাইরেই ছিল ফিনল্যান্ড।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা