হোম > বিশ্ব > ইউরোপ

ইউরো কাপের উত্তেজনার মধ্যে জার্মানিতে এবার কুড়াল হামলা

জার্মানির হামবুর্গে এক ব্যক্তি কুড়াল ও হামবোমা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেছেন। তবে পুলিশের ছোড়া গুলিতে ওই ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। শহরটিতে ইউরো কাপের নেদারল্যান্ডস-পোল্যান্ডের ম্যাচের আগেই এই অঘটন ঘটল।

জার্মান পুলিশ জানিয়েছে, আজ রোববার সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হয় পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামবুর্গ নগর পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে কারণ তিনি কুড়াল দিয়ে পুলিশ ও পথচারীদের ওপর হামলার চেষ্টা করেছিলেন।

উত্তর জার্মানির হামবুর্গের কেন্দ্রস্থল সেন্ট পাওলি জেলায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকায় ৪০ হাজার ডাচ সমর্থক পোল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচের আগে একটি মিছিল বের করেন।

জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, ওই অভিযুক্ত ফুটবল সমর্থকদের ভিড়ে ছিলেন এবং কুড়াল দিয়ে ফুটবল অনুরাগী এবং কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করেন।

পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে ফুটবলের সঙ্গে সংযোগ নেই। অভিযুক্ত ব্যক্তি পানশালা থেকে হাতে কুড়াল নিয়ে বেরিয়ে এসেছিলেন। সেই কুড়াল দিয়ে তিনি অফিসারদের হামলার হুমকি দিচ্ছিলেন। তাঁর কাছে মোলোটভ ককটেলও ছিল, যা দিয়ে আগুন জ্বালানো যায়।

পুলিশের একজন মুখপাত্র ডিপিএ নিউজ এজেন্সিকে বলেছেন, ‘এখন পর্যন্ত ফুটবলের সঙ্গে ওই ব্যক্তির কোনো সংযোগের তথ্য পাওয়া যায়নি।’

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশ গুলি ছোঁড়ার আগে ওই হামলাকারীর ওপর পিপার (মরিচ) স্প্রে করে। এরপর একজন পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তির পায়ে সতর্কতামূলক গুলি চালান, তখন লোকটি মাটিতে পড়ে যান। 

পুলিশ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, আহত ওই অভিযুক্তের চিকিৎসা চলছে। রোববারের ফুটবল ম্যাচের কারণে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামবুর্গে শত শত ফেডারেল পুলিশ এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে গত শুক্রবার রাত থেকে জার্মানিতে এক মাসব্যাপী ইউরো কাপ শুরু হয়েছে। শুক্রবার পূর্ব জার্মানিতে ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত ব্যক্তিগত পার্টিতে এক ব্যক্তি হামলা চালায়। ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ।

জার্মান বার্তাসংস্থা ডিপিএ পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছিল, হামলাকারী ২৭ বছর বয়সি এক আফগান নাগরিক। পূর্ব জার্মান রাজ্য স্যাক্সনি-আনহাল্টের ব্যক্তিগত পার্টিতে আচমকাই ছুরি দিয়ে কয়েকজনের ওপর হামলা চালান তিনি। হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্টভাবে জানতে পারেনি পুলিশ।

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া