হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভে রাতভর রাশিয়ার হামলা, মার্কিন নাগরিকসহ নিহত ১৪, ব্যাপক ক্ষয়ক্ষতি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক মার্কিন নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আহত হয়েছে আরও অন্তত ৪৪ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

গতকাল সোমবার দিবাগত রাতে চালানো হয় এ হামলা। এ ছাড়া, দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেখানেও অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে, যাদের মধ্যে রয়েছে এক শিশুও।

কিয়েভ মিলিটারি কর্তৃপক্ষের জানিয়েছে, কমপক্ষে ১৭৫টি ড্রোন, ১৪টি ক্রুজ ও ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ৯ ঘণ্টা ধরে হামলা চালিয়েছে তারা। মিলিটারি কর্তৃপক্ষের প্রধান তাইমুর তিকাচেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে একটি ৯ তলা ভবনে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বড়সড় একটি গর্ত হয়ে গেছে ভবনটিতে। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ৩০টি অ্যাপার্টমেন্ট।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লাইমেনকো সাংবাদিকদের জানান, রাতভর বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে কেঁপে উঠছিল কিয়েভ। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২৭টি স্থানে হামলার চিহ্ন পেয়েছি। সেগুলোতে ২ হাজারের বেশি উদ্ধারকর্মী, পুলিশ, সিটি করপোরেশনের কর্মী ও চিকিৎসক কাজ করছেন।’

এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি