হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভে রাতভর রাশিয়ার হামলা, মার্কিন নাগরিকসহ নিহত ১৪, ব্যাপক ক্ষয়ক্ষতি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক মার্কিন নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আহত হয়েছে আরও অন্তত ৪৪ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

গতকাল সোমবার দিবাগত রাতে চালানো হয় এ হামলা। এ ছাড়া, দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেখানেও অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে, যাদের মধ্যে রয়েছে এক শিশুও।

কিয়েভ মিলিটারি কর্তৃপক্ষের জানিয়েছে, কমপক্ষে ১৭৫টি ড্রোন, ১৪টি ক্রুজ ও ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ৯ ঘণ্টা ধরে হামলা চালিয়েছে তারা। মিলিটারি কর্তৃপক্ষের প্রধান তাইমুর তিকাচেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে একটি ৯ তলা ভবনে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বড়সড় একটি গর্ত হয়ে গেছে ভবনটিতে। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ৩০টি অ্যাপার্টমেন্ট।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লাইমেনকো সাংবাদিকদের জানান, রাতভর বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে কেঁপে উঠছিল কিয়েভ। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২৭টি স্থানে হামলার চিহ্ন পেয়েছি। সেগুলোতে ২ হাজারের বেশি উদ্ধারকর্মী, পুলিশ, সিটি করপোরেশনের কর্মী ও চিকিৎসক কাজ করছেন।’

এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন