হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনের সঙ্গে মিয়ানমারের জান্তাপ্রধানের সাক্ষাৎ

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। স্থানীয় সময় বুধবার (৭ সেপ্টেম্বর) রাশিয়ার ভ্লাদিভস্তকে সাক্ষাতের পর তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মহলে বিভিন্ন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া ও মিয়ানমারের জন্য এ বৈঠক অনেক তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। অভ্যুত্থানের পর থেকে দুবার রাশিয়ায় গেলেও গত জুলাইয়ে প্রথম সফরে পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁর। 

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, দেশটির পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে মিয়ানমারের জান্তাপ্রধানের এই সফর। চীন, ভারত, জাপান, কাজাখস্তানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন এই সম্মেলনে। 

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে উন্নীত হচ্ছে। 

এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে মিয়ানমার সেনাপ্রধান প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা আন্তন কোব্যাকভের সঙ্গে দেখা করেছেন। এ সময় রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী আলেকজান্ডার ফোমিন ও মিয়ানমারের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সেনা অভ্যুত্থানের জেরে মিয়ানমারে গভীর সংকট তৈরি হয়। দেশটির সেনাবাহিনীর সঙ্গে জান্তাবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে ২ হাজার মানুষের প্রাণ গেছে এ পর্যন্ত। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যেও পড়েছে জান্তা সরকার। রাশিয়াও ইউক্রেন আগ্রাসনের জেরে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে