হোম > বিশ্ব > চীন

হংকংয়ে বিক্ষোভের দায়ে জিমি লাইয়ের কারাদণ্ড

গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় অনুমোদনবিহীন সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭৩ বছর বয়সী জিমি লাই বেইজিংয়ের কট্টর সমালোচক হংকংয়ের অ্যাপল ডেইলি পত্রিকার প্রতিষ্ঠাতা। এই রায় এমন এক সময়ে এল যখন মূল ভূখণ্ড চীন হংকংয়ে নাগরিক অধিকার ও স্বাধীনতা ব্যাপকভাবে দমন করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের জেলা আদালতের বিচারক আমান্ডা উডকক আজ শুক্রবার জিমি লাইকে ১৫ মাসের কারাদণ্ড দেন। পরে এই শাস্তি ৩ মাস কমিয়ে ১২ মাস করা হয়। একই মামলায় হংকংয়ের প্রধান বিরোধী দলের নেতা ও ৮২ বছর বয়সী প্রবীণ আইনপ্রণেতা মার্টিন লিকে ১১ মাসের স্থগিত কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এ সপ্তাহের শুরুতে কারাগার থেকে পাঠানো জিমি লাইয়ের একটি হাতে লেখা চিঠি অ্যাপল ডেইলি প্রকাশ করে। চিঠিতে লাই লিখেছেন, ‘সাংবাদিক হিসেবে বিচার দাবি করা আমাদের দায়িত্ব। যতক্ষণ না আমরা অন্যায় প্রলোভনে অন্ধ হয়ে না থাকি, যতক্ষণ না আমরা মন্দকে আমাদের মধ্যে চালিত হতে না দিই, আমরা আমাদের দায়িত্ব পালন করছি।’

লাইয়ের বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগ হংকংয়ে নতুন কার্যকর হওয়া জাতীয় নিরাপত্তা আইনের আওতায়। এর শাস্তি হিসেবে লাইয়ের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

উল্লেখ্য, গত বছর চীন হংকংয়ে নতুন আইন কার্যকর করে। ওই আইনে বিচ্ছিন্নতাবাদ ও সরকারের কর্তৃত্ব না মানাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ মাসের শুরুতে মূল ভূখণ্ডের প্রতি আরও আনুগত্য নিশ্চিত করতে বেইজিং এ অঞ্চলের নির্বাচনী বিধিগুলো সংস্কার করে।

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির