হোম > বিশ্ব > চীন

উহান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নেই মাস্ক-সামাজিক দূরত্ব

ঢাকা: চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। সেখানকার বিশ্ববিদ্যালয়েই গত রোববার স্বাস্থ্যবিধি না মেনে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি স্নাতক পাস করা শিক্ষার্থীদের সনদ প্রদানে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল উহান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত উপস্থিত হয়েছিলেন ১১ হাজার শিক্ষার্থী। কোনো রকম মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় না রেখেই তাঁদেরকে একসঙ্গে বসতে দেখা গেছে।

সমাবর্তনের ব্যানারে শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি উল্লেখ করা ছিল একটি চীনা কবিতার পংক্তি-‘এই বিশ্ব এক মহাসমুদ্র আর আমরা সবাই হচ্ছি সেই সমুদ্রে সন্তরণরত মাছ।’ সেখানে দুই হাজার ২০০ জনের বেশি এমন শিক্ষার্থী ছিল যারা গত বছর বিধিনিষেধের কারণে সমাবর্তন নিতে পারেননি।

২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয় সার্স-কোভ-২ ভাইরাস যা পরবর্তীতে সাধারণভাবে স্বীকৃতি পায় নভেল করোনাভাইরাস নামে। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল সেখানে। মহামারির কারণে একান্ত জরুরি সেবা ছাড়া গত এক বছরেরও বেশি সময় প্রায় সবকিছুই বন্ধ ছিল উহানে। ২০২০ সালের পুরোটাই শিক্ষা কার্যক্রম অনলাইনে চলেছে সেখানে।

গত বছরও উহান বিশ্ববিদ্যালয়ে সীমিত আকারে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল। তখন সব শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে মাস্ক পরে অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল।

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে