হোম > বিশ্ব > চীন

দুর্লভ গোলাপি হিরা বিক্রি হলো ৬০০ কোটি টাকায় 

হংকংয়ে একটি দুর্লভ গোলাপি হিরা বিক্রি হয়েছে প্রায় ৫৮ মিলিয়ন ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকারও বেশি। নিউইয়র্কভিত্তিক ব্রোকার হাউস সুথবি’স জানিয়েছে, এই হিরাটি এখনো বিক্রীত হিরাগুলোর মধ্যে ক্যারেটপ্রতি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। যা একটি বিশ্ব রেকর্ডও। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার হংকংয়ে ১১ দশমিক ১৫ ক্যারেট ওজনের উইলিয়ামসন পিংক স্টার নামে ওই হিরাটিকে নিলামে তোলা হয় বলে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লোরিডার এক ক্রেতা হিরাটি কিনে নেন। নিলামে হিরাটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২১ মিলিয়ন ডলার। অথচ তা বিক্রি হয়েছে এর দুই গুণেরও বেশি দামে। 
 
এখনো পর্যন্ত বিশ্বে যত গোলাপি হিরা বিক্রি করা হয়েছে তার মধ্যে এই হিরাটি দ্বিতীয় বৃহত্তম। বিশ্ব বাজারে গোলাপি হিরা বেশ দুর্লভ এবং উচ্চমূল্যের একটি বস্তু। এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে দামি গোলাপি হিরা বিক্রি করা হয়েছে ২০১৭ সালে। সিটিএফ নামে পরিচিত ওই গোলাপি হিরাটি বিক্রি করা হয়েছিল ৭ কোটি ১২ লাখ ডলারে। 

গত শুক্রবারের নিলামে বিক্রি হওয়া হিরার বিষয়ে সুথবি’স এশিয়ার জুয়েলারি অ্যান্ড ওয়াচেস বিভাগের চেয়ারম্যান ওয়েনহাউ য়ু বলেছেন, ‘শুক্রবারের বিক্রি হওয়া হিরাটি কেবল এশীয়দের উচ্চ মানের হিরার জন্য ক্রমবর্ধমান চাহিদারই প্রমাণ দেয় না। একই সঙ্গে গোলাপি হিরার বড় অভাব সম্পর্কে একটি উচ্চতর সচেতনতাও প্রদর্শন করে এই নিলাম।’ 

উইলিয়ামসন পিংক স্টার হিরাটির নামকরণ করা হয়েছে আরও দুটি গোলাপি হিরার নামের সমন্বয়ে। একটি হলো সিটিএফ পিংক স্টার এবং অপরটি উইলিয়ামসন স্টোন। ২৩ দশমিক ৬ ক্যারেটের উইলিয়ামসন স্টোন হিরাটি ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’

আটকে গেল ৩ চীনা নভোচারীর পৃথিবীতে ফেরা