ঢাকা: চীন কোনো দেশের ওপর অত্যাচার চালায় না বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। আজ বৃহস্পতিবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে দেওয়া ভাষণে তিনি এমন দাবি করেন।
যেসব দেশ চীনের ওপর অত্যাচার চালাতে চায়, তাদের প্রতিও হুঁশিয়ারি দিয়েছেন সি চিন পিং। তিনি বলেন, চীন কোনো দেশ দ্বারা নির্যাতিত হবে না। যদি কেউ অত্যাচার বা ধমকানোর সাহস করে, তাহলে চীনের ১৪০ কোটি মানুষের ইস্পাতের প্রাচীরে আঘাত পেয়ে তারা তাদের মাথা রক্তাক্ত করবে।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশেই এমন হুঁশিয়ারি দিয়েছেন সি চিন পিং।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিয়েনআনমেন স্কয়ারে প্রায় ৭০ হাজার মানুষ সি চিন পিংয়ের ভাষণ শোনার জন্য উপস্থিত হয়েছিলেন। তাঁদের মধ্যে বেশির ভাগের মুখেই মাস্ক ছিল না।
১৯২১ সালে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। ৭২ বছর আগে দলটি চীনের ক্ষমতায় আসে। এই দলের শাসনামলে চীনে বড় পরিবর্তন এসেছে।