হোম > বিশ্ব > চীন

তুলে নেওয়া হলো চীনের চেংডুর লকডাউন

চীনের চেংডু শহরে জারি করা লকডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হলো এ সিদ্ধান্ত। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীনের অন্যতম বড় শহর চেংডুতে ২ কোটি ১০ লাখের মতো বাসিন্দার ওপর কঠোর বিধিনিষেধ জারি করা হয় গত ১ সেপ্টেম্বর থেকে। 

স্থানীয় কর্তৃপক্ষের একটি বিবৃতি অনুযায়ী, বাসিন্দাদের সপ্তাহে অন্তত একবার ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা তার জন্য পরীক্ষা করা দরকার। এ ছাড়া জনসমাগমস্থল কিংবা পাবলিক ট্রান্সপোর্টের জন্য ৭২ ঘণ্টার মধ্যে করা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। এ ছাড়া শহরটি বেশ কয়েকটি নতুন নিয়মের মাধ্যমে করোনা প্রতিরোধের ব্যবস্থা জোরদার করা অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়। 
 
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রায় তিন সপ্তাহ লকডাউন এবং অন্যান্য কঠোর নিষেধাজ্ঞার পর সোমবার থেকে পুনরায় স্বাভাবিক জীবন শুরু করতে যাচ্ছে চেংডুর বাসিন্দারা। সোমবার মধ্যরাত থেকে সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি ও গণপরিবহন পুনরায় চালু হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

চেংডুতে লকডাউন তুলে নেওয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও রেস্টুরেন্টগুলো আবারও চালু হচ্ছে। তবে বহাল থাকবে সি চিনপিং সরকারের জিরো কোভিড নীতি। 

অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং ছড়িয়ে পড়া বন্ধ করতে লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে চীন। পরবর্তীতে সাংহাইয়ের বর্ধিত লকডাউনের পরে, জিয়ান, শেনঝেন এবং গুইয়াং শহরগুলোও লকডাউন এবং বিভিন্ন বিধিনিষেধের মধ্য দিয়ে গেছে।

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন