হোম > বিশ্ব > চীন

তুলে নেওয়া হলো চীনের চেংডুর লকডাউন

চীনের চেংডু শহরে জারি করা লকডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হলো এ সিদ্ধান্ত। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীনের অন্যতম বড় শহর চেংডুতে ২ কোটি ১০ লাখের মতো বাসিন্দার ওপর কঠোর বিধিনিষেধ জারি করা হয় গত ১ সেপ্টেম্বর থেকে। 

স্থানীয় কর্তৃপক্ষের একটি বিবৃতি অনুযায়ী, বাসিন্দাদের সপ্তাহে অন্তত একবার ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা তার জন্য পরীক্ষা করা দরকার। এ ছাড়া জনসমাগমস্থল কিংবা পাবলিক ট্রান্সপোর্টের জন্য ৭২ ঘণ্টার মধ্যে করা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। এ ছাড়া শহরটি বেশ কয়েকটি নতুন নিয়মের মাধ্যমে করোনা প্রতিরোধের ব্যবস্থা জোরদার করা অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়। 
 
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রায় তিন সপ্তাহ লকডাউন এবং অন্যান্য কঠোর নিষেধাজ্ঞার পর সোমবার থেকে পুনরায় স্বাভাবিক জীবন শুরু করতে যাচ্ছে চেংডুর বাসিন্দারা। সোমবার মধ্যরাত থেকে সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি ও গণপরিবহন পুনরায় চালু হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

চেংডুতে লকডাউন তুলে নেওয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও রেস্টুরেন্টগুলো আবারও চালু হচ্ছে। তবে বহাল থাকবে সি চিনপিং সরকারের জিরো কোভিড নীতি। 

অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং ছড়িয়ে পড়া বন্ধ করতে লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে চীন। পরবর্তীতে সাংহাইয়ের বর্ধিত লকডাউনের পরে, জিয়ান, শেনঝেন এবং গুইয়াং শহরগুলোও লকডাউন এবং বিভিন্ন বিধিনিষেধের মধ্য দিয়ে গেছে।

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’

আটকে গেল ৩ চীনা নভোচারীর পৃথিবীতে ফেরা