হোম > বিশ্ব > চীন

চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ অন্তত ৩০

ভূমি ধসের পর উদ্ধারকর্মীরা ২০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। ছবি: সিনহুয়া

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমি ধসে অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ শনিবার সিচুয়ান প্রদেশের জিনপিং গ্রামে স্থানীয় সময় সকালে (স্থানীয় সময় ১১টা ৫০) ভূমি ধসের ঘটনা ঘটে। এতে ১০টি বাড়ি চাপা পড়ে এবং বেশ কয়েক বাসিন্দা আটকা পড়েন। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, ঘটনাস্থলে একটি কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং উদ্ধারকাজের জন্য ‘সব ধরনের চেষ্টা চালানোর’ নির্দেশ দিয়েছেন এবং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক ব্যবস্থা নিতে বলেছেন।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, শত শত উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট সি কর্তৃপক্ষকে ‘নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধারে, হতাহতের সংখ্যা কমাতে এবং পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলায় সম্ভাব্য সবকিছু’ করার নির্দেশ দিয়েছেন।

সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আশপাশের এলাকায় ভূতাত্ত্বিক বিপদজনিত ঝুঁকির তদন্ত ও পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। যেসব এলাকার বাসিন্দারা ঝুঁকির মধ্যে আছেন, তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ২০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।

এদিকে, ভেঙে যাওয়া অবকাঠামোর পুনর্গঠন ও জনসেবার জন্য চীনের কেন্দ্রীয় সরকার ৫০ মিলিয়ন ইউয়ান (৬.৯ মিলিয়ন ডলার বা ৫.৫ মিলিয়ন পাউন্ড) বরাদ্দের ঘোষণা দিয়েছে।

ভূতাত্ত্বিক কারণে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি অঞ্চলগুলো ভূমি ধসের ঝুঁকিতে রয়েছে। এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে ইউনান প্রদেশে এক ভয়াবহ ভূমি ধসে অন্তত ৩০ জন নিহত হন। এ ছাড়া ২০১৩ সালের জানুয়ারিতে একই অঞ্চলে ভূমি ধসে ১৮ জনের প্রাণহানি ঘটে।

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে