হোম > বিশ্ব > চীন

পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল করতে সহায়তা অব্যাহত রাখবে চীন

পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল করতে সহায়তা অব্যাহত রাখবে চীন। আজ বুধবার চীনের গ্রেট হলে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সি চিন পিং বলেছেন, ‘চীন ও পাকিস্তানের মধ্যে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) গড়ে তোলার পাশাপাশি গোয়াদর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণ প্রকল্পকেও ত্বরান্বিত করে আরও কার্যকরভাবে এগিয়ে যেতে হবে।’ বৈঠকে দুই নেতা ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদারের পাশাপাশি সিপিইসিসহ বিভিন্ন ক্ষেত্রে বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হন। 

বৈঠকে চীনের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে এবং বিনিয়োগে বিস্তৃত সহযোগিতা, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় সি বলেন, করাচি থেকে পেশোয়ার পর্যন্ত মেইনলাইন-১ রেলওয়ে আপগ্রেডিং প্রকল্প এবং করাচি সার্কুলার রেলওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। 

সি আরও বলেন, ‘চীন উচ্চ-মানের কৃষি রপ্তানির সম্প্রসারণে পাকিস্তানকে স্বাগত জানায় এবং ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, ফটোভোলটেইক এবং অন্যান্য নতুন জ্বালানি উৎসসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক।’ চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীন পাকিস্তানকে উচ্চগতির রেলওয়ে প্রযুক্তির আওতায় ১৬০ কিলোমিটার গতিসম্পন্ন রেল ইঞ্জিন তৈরির প্রযুক্তি সরবরাহ করবে। 

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির