হোম > বিশ্ব > চীন

বেইজিংয়ে সি চিন পিংয়ের বিরুদ্ধে বিরল বিক্ষোভ

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিরুদ্ধে এক বিরল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। কোভিড মহামারি নিষেধাজ্ঞার প্রতিবাদ করে বেইজিংয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসের মাত্র কয়েক দিন আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি থেকে দেখা গেছে, বেইজিংয়ের উত্তর–পূর্ব প্রান্তের একটি সেতুতে দুটি প্রতিবাদী ব্যানার নিয়ে জমায়েত হয়েছেন লোকজন। পরে অবশ্য দ্রুতই স্থানীয় কর্তৃপক্ষ এসে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও থেকে দেখা গেছে, ‘বেইজিংয়ের হাইদিয়ান জেলার একটি ব্রিজে দুটি বড় আকারের ব্যানার ঝুলছে। সেই ব্যানার দুটির একটিতে লেখা, ‘আর কোনো কোভিড পরীক্ষা নয়, আমরা খেতে চাই। আর কোনো বাধা নয়, স্বাধীনতা চাই। আর কোনো মিথ্যা নয়, মর্যাদা চাই। আর কোনো সাংস্কৃতিক বিপ্লব নয়, সংস্কার চাই। আর কোনো নেতা নয়, আমরা ভোট দিতে চাই। আর দাসত্ব নয়, আমরা নাগরিক অধিকার চাই।’

উল্লেখ্য, আগামী রোববার চীনের কমিউনিস্ট পার্টির ২০ তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। সপ্তাহব্যাপী এই কংগ্রেসে সারা চীনের অন্তত ২ হাজার ৩০০ জন প্রতিনিধি অংশ নেবেন। ধারণা করা হচ্ছে, এই কংগ্রেসের সি চিন পিংকে তৃতীয় মেয়াদে দলীয় এবং রাষ্ট্র প্রধান হিসেবে মনোনীত করা হবে। এমনটা করা হলে, তা হবে কমিউনিস্ট পার্টির কয়েক দশকের ঐতিহ্য ভাঙা।

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’