হোম > বিশ্ব > চীন

বেইজিংয়ে সি চিন পিংয়ের বিরুদ্ধে বিরল বিক্ষোভ

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিরুদ্ধে এক বিরল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। কোভিড মহামারি নিষেধাজ্ঞার প্রতিবাদ করে বেইজিংয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসের মাত্র কয়েক দিন আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি থেকে দেখা গেছে, বেইজিংয়ের উত্তর–পূর্ব প্রান্তের একটি সেতুতে দুটি প্রতিবাদী ব্যানার নিয়ে জমায়েত হয়েছেন লোকজন। পরে অবশ্য দ্রুতই স্থানীয় কর্তৃপক্ষ এসে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও থেকে দেখা গেছে, ‘বেইজিংয়ের হাইদিয়ান জেলার একটি ব্রিজে দুটি বড় আকারের ব্যানার ঝুলছে। সেই ব্যানার দুটির একটিতে লেখা, ‘আর কোনো কোভিড পরীক্ষা নয়, আমরা খেতে চাই। আর কোনো বাধা নয়, স্বাধীনতা চাই। আর কোনো মিথ্যা নয়, মর্যাদা চাই। আর কোনো সাংস্কৃতিক বিপ্লব নয়, সংস্কার চাই। আর কোনো নেতা নয়, আমরা ভোট দিতে চাই। আর দাসত্ব নয়, আমরা নাগরিক অধিকার চাই।’

উল্লেখ্য, আগামী রোববার চীনের কমিউনিস্ট পার্টির ২০ তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। সপ্তাহব্যাপী এই কংগ্রেসে সারা চীনের অন্তত ২ হাজার ৩০০ জন প্রতিনিধি অংশ নেবেন। ধারণা করা হচ্ছে, এই কংগ্রেসের সি চিন পিংকে তৃতীয় মেয়াদে দলীয় এবং রাষ্ট্র প্রধান হিসেবে মনোনীত করা হবে। এমনটা করা হলে, তা হবে কমিউনিস্ট পার্টির কয়েক দশকের ঐতিহ্য ভাঙা।

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি