হোম > বিশ্ব > চীন

চীনের আরও ২ অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা

চীনে ফের ভয়াবহ করোনার সংক্রমণ দেখে দিয়েছে। দেশটির আরও দুটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আজ শনিবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

জানা গেছে, চীনের এই দুই অঞ্চলের মধ্যে ৩ কোটি ১০ লাখ জনসংখ্যার একটি মেগাসিটি রয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে বলা হয়, ফুজিয়ান প্রদেশ এবং চংকিং পৌরসভায় ৫৫ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর আগে চীনের চারটি প্রদেশ এবং বেইজিংয়ে ডেলটা ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরে প্রথমবারের মতো করোনাভাইরাস মহামারি দেখা দিয়েছে। সেখানে প্রায় ২০০ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। ২০ জুলাই শহরটির ব্যস্ততম বিমানবন্দরে প্রথম করোনা শনাক্ত হয়। চিয়াংসু প্রদেশের হাজার হাজার মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া নানচিং শহরের ৯২ লাখ মানুষকে দুবার করে করোনা পরীক্ষা করা হয়েছে।
 
এদিকে হুনান প্রদেশের পর্যটননগরী ঝাংজিয়াজিতে একটি মঞ্চনাটকের প্রদর্শনী থেকে বেশ কয়েকজনকে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। পরে ওই শহরের ১৫ লাখ মানুষকে লকডাউনের আওতায় নেওয়া হয়েছে। এ ছাড়া শহরটির সব পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। 

বেইজিংয়ের চাংপিং জেলায় দুজন স্থানীয়ভাবে সংক্রমিত করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে সেখানকার নয়টি কমিউনিটিতে লকডাউন শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন