হোম > বিশ্ব > চীন

চীনের আরও ২ অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা

চীনে ফের ভয়াবহ করোনার সংক্রমণ দেখে দিয়েছে। দেশটির আরও দুটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আজ শনিবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

জানা গেছে, চীনের এই দুই অঞ্চলের মধ্যে ৩ কোটি ১০ লাখ জনসংখ্যার একটি মেগাসিটি রয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে বলা হয়, ফুজিয়ান প্রদেশ এবং চংকিং পৌরসভায় ৫৫ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর আগে চীনের চারটি প্রদেশ এবং বেইজিংয়ে ডেলটা ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরে প্রথমবারের মতো করোনাভাইরাস মহামারি দেখা দিয়েছে। সেখানে প্রায় ২০০ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। ২০ জুলাই শহরটির ব্যস্ততম বিমানবন্দরে প্রথম করোনা শনাক্ত হয়। চিয়াংসু প্রদেশের হাজার হাজার মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া নানচিং শহরের ৯২ লাখ মানুষকে দুবার করে করোনা পরীক্ষা করা হয়েছে।
 
এদিকে হুনান প্রদেশের পর্যটননগরী ঝাংজিয়াজিতে একটি মঞ্চনাটকের প্রদর্শনী থেকে বেশ কয়েকজনকে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। পরে ওই শহরের ১৫ লাখ মানুষকে লকডাউনের আওতায় নেওয়া হয়েছে। এ ছাড়া শহরটির সব পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। 

বেইজিংয়ের চাংপিং জেলায় দুজন স্থানীয়ভাবে সংক্রমিত করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে সেখানকার নয়টি কমিউনিটিতে লকডাউন শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির