হোম > বিশ্ব > চীন

চীনের আক্রমণ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত তাইওয়ান: প্রতিরক্ষামন্ত্রী

তাইওয়ান চীনের আক্রমণ ঠেকিয়ে তাদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চু কুয়ো-চেঙ এই মন্তব্য করেছেন। তাঁর এই মন্তব্য এমন সময়ে এল যার মাত্র কয়েক দিন আগেই চীনা প্রেসিডেন্ট সি চিন পিং তাইওয়ান ইস্যুতে বলপ্রয়োগ থেকে চীন সরে আসবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

চু কুয়ো-চেঙ বলেন, ‘তাইওয়ানের সামরিক বাহিনী যেকোনো চীনা আক্রমণ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত থাকবে যেমনটা করার করা ঘোষণা দিয়েছে বেইজিং। তারা সময় এগিয়ে আনুক বা পিছিয়ে দিক আমরা সব সময় প্রস্তুত।’ তাইওয়ানের সশস্ত্রবাহিনী চীনাকে প্রতিহত করতে কামান এবং ট্যাংকের ব্যবহারে সক্ষমতা বাড়াতে সরাসরি অনুশীলন চলাকালেই এই মন্তব্য এল।

চু কুয়ো-চেঙ বলেছেন, ‘আমাদের সামরিক বাহিনী জানে যুদ্ধের প্রস্তুতির সময় তাকে কী করতে হবে। তার পরবর্তী সেকেন্ডে বা পরের ঘণ্টায় কী করতে হবে তাও জানে। বেইজিং এগিয়ে আনুক বা পিছিয়ে নিক (তাইওয়ানে আক্রমণ করার সময়সীমা) তার বিপরীতে আমাদের বাহিনী অলস বসে থাকবে না। আমাদেরও নিজস্ব সময়সীমা আছে।’ 

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) যদি প্রথমে আক্রমণ করে তবে আমাদের বাহিনী অবশ্যই আত্মরক্ষা করবে। যেমন করে আপনাকে কেউ আক্রমণ করার চেষ্টা করলে আপনি তাঁকে এড়িয়ে যান বা তাঁকে প্রতিহত করেন।’

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে