হোম > বিশ্ব > চীন

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

আবারও বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র চীনের প্রেসিডেন্ট হলেন সি চিনপিং। শুক্রবার (১০ মার্চ) চীনা পার্লামেন্টে আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে সি চিনপিংকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) চীনের ৩ হাজার সদস্যের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ৬৯ বছর বয়সী সি’র পক্ষে ভোট দেয়। এ পদের জন্য অন্য কোনো প্রার্থী ছিলেন না। ১ ঘণ্টা ধরে ভোট গ্রহণ চলে এবং ১৫ মিনিটের মধ্যেই ইলেকট্রনিক ভোট গণনা সমাপ্ত হয়ে ফলাফল জানা যায়।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে আরও পাঁচ বছর চীনের ক্ষমতায় থাকার অনুমতি দিল পার্লামেন্ট। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং হাততালি দিয়ে অভিনন্দন জানান।

এর আগে গত বছর অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কেন্দ্রীয় কমিটির অধিবেশনে সিকে দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়। আর এর মাধ্যমেই নজিরবিহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তাঁর।

এর আগে ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন এমন বিধান বিলুপ্ত করেন সি চিনপিং। এই পদক্ষেপ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে তাঁকে। চীনের নেতা মাও সে তুংয়ের পর সি চিনপিংকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর পর থেকে আর কোনো নেতা পরপর তিনবার চীনের শীর্ষ পদে বসেননি। সেই রেকর্ড ভাঙলেন চিনপিং। অনেকেই মনে করছেন চিনপিং হয়তো আজীবনের জন্য দেশটির ক্ষমতা ধরে রাখতে পারেন।

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’