হোম > বিশ্ব > চীন

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

আবারও বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র চীনের প্রেসিডেন্ট হলেন সি চিনপিং। শুক্রবার (১০ মার্চ) চীনা পার্লামেন্টে আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে সি চিনপিংকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) চীনের ৩ হাজার সদস্যের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ৬৯ বছর বয়সী সি’র পক্ষে ভোট দেয়। এ পদের জন্য অন্য কোনো প্রার্থী ছিলেন না। ১ ঘণ্টা ধরে ভোট গ্রহণ চলে এবং ১৫ মিনিটের মধ্যেই ইলেকট্রনিক ভোট গণনা সমাপ্ত হয়ে ফলাফল জানা যায়।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে আরও পাঁচ বছর চীনের ক্ষমতায় থাকার অনুমতি দিল পার্লামেন্ট। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং হাততালি দিয়ে অভিনন্দন জানান।

এর আগে গত বছর অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কেন্দ্রীয় কমিটির অধিবেশনে সিকে দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়। আর এর মাধ্যমেই নজিরবিহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তাঁর।

এর আগে ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন এমন বিধান বিলুপ্ত করেন সি চিনপিং। এই পদক্ষেপ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে তাঁকে। চীনের নেতা মাও সে তুংয়ের পর সি চিনপিংকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর পর থেকে আর কোনো নেতা পরপর তিনবার চীনের শীর্ষ পদে বসেননি। সেই রেকর্ড ভাঙলেন চিনপিং। অনেকেই মনে করছেন চিনপিং হয়তো আজীবনের জন্য দেশটির ক্ষমতা ধরে রাখতে পারেন।

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে হাতে পেল চীন

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের