সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে শঙ্কা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং জানিয়েছেন, তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলন চায় তাঁর দেশ। আজ শনিবার বেইজিংয়ে তিনি এমনটি জানান।
শি বলেন, `আমাদের পুনর্মিলনে বাধা দিচ্ছে তাইওয়ানের স্বাধানীতাকামী শক্তি। যারা তাদের ঐতিহ্য ভুলে যায়, মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করে এবং দেশকে বিভক্ত করতে চায়, তাদের কোনো লাভ হবে না।
চীনের প্রেসিডেন্ট জানান, হংকংয়ের মতো তাইওয়ানের সঙ্গে `এক দেশ দুই ব্যবস্থা' নীতি গ্রহণ করতে চায় চীন। তবে এই নীতি মানতে নারাজ তাইওয়ান।
এর আগে গতকাল শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জানিয়েছেন, কারও সঙ্গে সামরিক সংঘাত চায় না তাঁর দেশ। তবে কেউ তার স্বাধীনতা ক্ষুণ্ন করলে, তা প্রতিরোধে তাইওয়ান বিন্দুমাত্র পিছপা হবে না।
গত সপ্তাহে একাধিকবার তাইওয়ানে রেকর্ড যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটিয়েছে চীন।