হোম > বিশ্ব > চীন

চীনে লকডাউন বিরোধী বিক্ষোভে ‘টিয়ার শেল’, ‘ব্যারিকেড’ ভেঙে ছুড়ে জবাব দিল জনতা

করোনা মহামারির শুরু থেকে লকডাউনসহ একের পর এক বিধিনিষেধে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নেমেছে চীনের জনগণ। বৃহত্তম নগরী সাংহাই ও রাজধানী বেইজিংয়ের পর গুরুত্বপূর্ণ শহর গুয়াংজুতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এমনকি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার রাতে শহরটির বাসিন্দারা দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংক্রমণ প্রতিরোধী সাদা পোশাক পরিহিত কয়েক ডজন দাঙ্গা পুলিশ মাথার ওপর বর্ম ধরে এগিয়ে যাচ্ছে। এ সময় ব্যারিকেড ভেঙে পুলিশের দিকে ছুড়ে মারতে দেখা যায়।

অন্য আরেকটি ভিডিও ফুটেজে লোকজনকে পুলিশের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়তে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, সরু একটি গলিতে টিয়ার শেল থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছে লোকজন। এ ছাড়া হ্যান্ডকাফ পরিয়ে একদল লোককে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে দেখা যায়। 

চীনা জনগণের বিক্ষোভের সূত্রপাত গত ২৪ নভেম্বরের একটি দুর্ঘটনা থেকে। ওই দিন দেশটির উরুমকি শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। অনেকের ধারণা, অগ্নিকাণ্ডের শিকার ভবনটি লকডাউনের কারণে আংশিকভাবে তালাবদ্ধ থাকায় বাসিন্দারা সময়মতো বের হতে পারেনি। এ ছাড়া দগ্ধদের ঠিক সময়ে হাসপাতালে নেওয়াও সম্ভব হয়নি। এরপর ২৫ নভেম্বর শহরটির ক্ষুব্ধ জনগণ পথে নেমে লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নেয়। গত কয়েক দিনে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। 

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’

আটকে গেল ৩ চীনা নভোচারীর পৃথিবীতে ফেরা