হোম > বিশ্ব > চীন

খুনের সময় ছিলেন শ্রমিক, ২৯ বছর পর কোটিপতি অবস্থায় গ্রেপ্তার

উনত্রিশ বছর আগে হওয়া একটি খুনের মামলার আসামি জিওং। সে সময় পেশায় ছিলেন শ্রমিক। তবে সম্প্রতি তাঁকে চীনের পুলিশ যখন গুয়াংডং প্রদেশের হুইঝউ থেকে গ্রেপ্তার করে, তখন তিনি রীতিমতো কোটিপতি। চীনের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোর বরাত দিয়ে করা বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় গত শুক্রবার চীনের রাষ্ট্রায়ত্ত একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের হুইঝউ থেকে জিওংকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে খুঁজতে গিয়ে চীনা পুলিশের একটি দল দেশটির মধ্যাঞ্চলের হুবেই জিয়নগিয়াং শহর থেকে প্রায় ১২০০ কিলোমিটার ভ্রমণ করে গুয়াংডংয়ের হুইঝউয়ে পৌঁছায়। পরে সেখানে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে ১৯৯৩ সালে বেইজিংয়ে এক দাঙ্গায় একজনকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ মাথায় নিয়ে ফেরার হন জিওং। বেইজিংভিত্তিক সংবাদমাধ্যম বেইজিং ইয়ুথ ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন দশকে জিওং রীতিমতো কোটিপতি হয়ে উঠেছেন। তবে কীভাবে জিওং এত অর্থবিত্তের মালিক হয়েছেন, তা পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়নি। 

বেইজিং ইয়ুথ ডেইলির প্রতিবেদন অনুসারে, সাধারণ শ্রমিক থেকে কোটিপতি হয়ে ওঠা জিওং একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করতেন। তাঁর অধীনে কাজ করেন বেশ কয়েক শ শ্রমিক। যাই হোক, ২৯ বছর পর হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 

জিওংকে গ্রেপ্তারের পর এক পুলিশ কর্মকর্তা তাঁকে উদ্দেশ্য করে বলেছেন, ‘এখন আপনি ভালো করেই জানেন, আমরা কেন আপনাকে খুঁজে বের করতে এসেছিলাম।’ ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এবার সময় এসেছে পাপের সাজা ভোগার।’ 

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে